।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় পাঁচ ক্যাটাগরিতে অদম্য নারী পুরস্কার-২০২৫ প্রদান করা হয়। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবারের প্রতিপাদ্য ছিল ‘নারী-কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।’
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান।
অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এর আগে রঙিন বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন অতিথিরা।
পরে আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের পাশাপাশি অনলাইন নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। তারা বলেন, ডিজিটাল যুগে নারীকে সুরক্ষা দিতে সচেতনতা ও প্রযুক্তি-দক্ষতা দুটোই প্রয়োজন।
এ সময় অদম্য নারী পুরস্কার-২০২৫ প্রদান করা হয়। নারী অধিকার, সামাজিক উন্নয়ন, শিক্ষা ও উদ্যোক্তা খাতে অবদান রাখায় জেলার নির্বাচিত সেরা নারীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা। বক্তারা বেগম রোকেয়ার আদর্শকে ধারণ করে সমাজে মানবিক ও ন্যায়ভিত্তিক পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানটি আয়োজন করে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦