।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় সংবাদদাতা।।
পঞ্চগড়ে মৃত আত্বীয় স্বজনদের মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় বৃহস্পতিবার সদর উপজেলার মরহুম আলহাজ্ব খামিরউদ্দিন প্রধানের প্রতিষ্ঠিত খামিরউদ্দিন প্রধান আলিম মাদ্রাসা সংলগ্ন পিতা কোবাদ আলী প্রধান লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় মিলাদ, দোয়া মাহফিল রাষ্ট্রের সমৃদ্ধি কামনা কামনা
ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
মাদ্রাসার সভাপতি, টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান, একই কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. সেলিমউদ্দিন, জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ, নারায়ণপুর গ্রামের জাহিরুল ইসলাম এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সকলের মৃত পিতা মাতা স্বজনদের জন্য, সম্প্রতি শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অভিভাবক সদস্য জাহিরুল ইসলামের মৃত পিতা মো. খমির উদ্দিন, শহীদুল ইসলাম শহীদের ছাত্র রাশদে, পড়শী ডা. পুলকের ছোট ভাই কনকসহ সকলের আত্বীয় স্বজনদের জন্য মাগফিরাত ও বোদার অসুস্থ আতিকুজ্জামান বাবুসহ অসুস্থদের দ্রুuত সুস্থতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. ইমরান।
পরে এতিমদের সাথে সকলে উন্নতমানের খাবার গ্রহণ করেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦