।।শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।
উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীত আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীদের মাঝে গরম কাপড়ের হুডি ও স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে পঞ্চগড়ের জেলা শহরের পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে সেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন এই শীত আনন্দ উৎসবের আয়োজন করে। এতে ওষুধ প্রস্তুত ও বিপননকারী প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহযোগিতা করছে। এটি ছিলো শীত আনন্দ উৎসবের দ্বিতীয় ইভেন্ট।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, দেবীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার সামুয়েল সাংমা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়,
সদর থানার পরিদর্শক তদন্ত আশীস কুমার শিল, চেম্বারের পরিচালক হায়াতুন আলম, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক জাকির হোসেন ও শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ বক্তব্য রাখেন।
আয়োজক সুত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও শিশুস্বর্গ ফাউন্ডেশন জেলার ৭৩ শিক্ষা প্রতিষ্ঠানের সাড়ে সাত হাজার শিক্ষার্থীকে নিয়ে পাঁচটি ভ্যানুতে শীত আনন্দ উৎসব করার উদ্যোগ নিয়েছে। দ্বিতীয় এই ভ্যেনুতে হুডি, ব্যাগসহ শিক্ষা উপকরণ ও খাবার দেয়া হয় ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৮৬০ জন শিশুকে।
এর আগে জেলার বোদা উপজেলার তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭২৪ জন শিশুকে তুলে দেয়া হয় শীতের এই উপহার।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦