।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।
পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বলেছেন, আমি পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই। সে লক্ষে সকলের মতামতের ভিত্তিতে দূনীতির জায়গা গুলো চিন্তিত করে একটি পুস্তিকা প্রকাশ করে সেই অনিয়ম গুলো দুর করে এই জেলাকে ঢেলে সাজিয়ে দূনীতি মুক্ত জনবান্ধব মডেল জেলায় পরিনত করতে চাই।
তিনি আজ রবিবার ( ৭ ডিসেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানি অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি আরও বলেন, এই জেলায় একটি লাগেজ নিয়ে এসেছি, জেলা প্রশাসক হিসেবে এখান থেকে চলে যাওয়া'র সময় ওই একটি লাগেজ সাথে আপনাদের ভালোবাসা নিয়ে যেতে চাই। আমি দূর্নীতি নিজে করিনা কাউকে করতেও দিবোনা। এই জেলার সংশ্লিষ্ট কোন কর্মকর্তা কর্মচারী দূর্নীতিবাজ হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি বলেন, আমার চাকুরি জীবনে কখনও তদবির করিনাই সরকার যেখানে মনে করেছে সেখানে কাজ করেছি। এই মুহুর্তে আমার লক্ষ্য আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে এই জেলায় সম্পন্ন করা। নির্বাচন সময়ে কাউকে চেনার দরকার নেই, কোন দল, মার্কা,কিংবা গোষ্ঠী আলাদা কোন সুবিধা নেয়ার চেষ্টা করবেন না। সবাইকে সমান গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন আগামী জাতীয় নির্বাচন তদারকি করবে।
তিনি আরও বলেন, আপনাদের জেলা প্রশাসক হিসেবে সরকারি নিয়ম মেনে আপনাদের মতামতের ভিত্তিতে পঞ্চগড় জেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, শিক্ষা ক্ষেত্র সহ সমাজের নানা ক্ষেত্রে যাবতীয় অসংগতি দুর করে প্রতিটি দপ্তরের নাগরিক সেবার মান শতভাগ নিশ্চিতে কাজ করবো।
গনশুনানীতে সরকারি কর্মকর্তা,, শিক্ষক, জনপ্রতিনিধি, কৃষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সমাজ ও সরকারি দপ্তরের অনিয়ম, দূনীতি ও সমস্যা উন্নয়নের কথা তুলে ধরেন।। জেলা প্রশাসক কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং কিছু সমস্যা ও উন্নয়ন সংশ্লিষ্ট সরকারী বিভাগের সঙ্গে কথা বলে সমাধানের দৃঢ়ভাবে আশ্বাস দেন।।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুল কবীর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের সকল সরকারি বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦