।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।
পঞ্চগড় প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলাভিশন ও দৈনিক কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নিউজ 24 ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সরকার হায়দার নির্বাচিত হয়েছেন। সোমবার রাতে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর গঠনতন্ত্র মেনে এই কমিটি দ্বায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি পদে ইন্ডিপেন্ডেন্ট টিভি ও দৈনিক সমকালের প্রতিনিধি সফিকুল আলম, দৈনিক করতোয়ার প্রতিনিধি সামসউদ্দীন চৌধুরী কালাম, নাগরিক টিভি ও দৈনিক সকালের খবরের প্রতিনিধি সাইদুজ্জামান রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এখন টিভি ও কালের কন্ঠের প্রতিনিধি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে বিজয় টিভির প্রতিনিধি ইনসান সাগরেদ, কোষাধ্যক্ষ পদে দৈনিক আমার বার্তার প্রতিনিধি ইকবাল বাহার, দপ্তর সম্পাদক পদে দৈনিক লোকায়নের প্রতিনিধি বদরুদ্দোজা প্রধান বাঁধন, সাহিত্য প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে বাসস ও রাইজিং বিডির প্রতিনিধি আবু নাইম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন, সমাজ কল্যাণ পাঠাগার সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি আবু সালেহ মো রায়হান, পরিবেশ ও পর্যটন বিষয়ক সম্পাদক পদে দৈনিক মানবজমিনের প্রতিনিধি সাবিবুর রহমান সাবিব, কার্যকরী সদস্য পদে দৈনিক আলোচিত উত্তরের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন রনিক এবং ৭১ টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এসময় জেলা প্রশাসক সাবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আদম সুফী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, মোকাদ্দসুর রহমান সান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, পঞ্চগড় প্রেস ক্লাবের নতুন গঠনতন্ত্র সকল সদস্যদের সাক্ষরে পাশ ও পরে নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, গত ২০২৪ সালের আগস্টে পঞ্চগড় প্রেস ক্লাবের সদস্য হতে চাওয়া নিয়ে পুরনো সদস্যদের সাথে বিরোধ বাঁধে। পরে বিষয়টি জটিল আকার ধারণ করলে ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসক ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সমাধান চান সাংবাদিকেরা। দীর্ঘ সময়ে ধরে গঠনতন্ত্র প্রণয়ন সহ নানা কাজ শেষে প্রেস ক্লাবের বিরোধ সমাধান হয়।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦