।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।
পঞ্চগড় বাজারের কয়েকজন ব্যবসায়ীর দোকান অনৈতিকভাবে নতুন করে লিজ প্রদানের চেষ্টার অভিযোগে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছে বাজার বণিক সমিতি। মঙ্গলাবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পঞ্চগড় বাজার বনিক সমিতির ডাকে জড়ো হন দোকান মালিক ও কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে তাদের দাবি দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ স্মারকলিপিটি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় পঞ্চগড় বণিক সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম, বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাইসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ব্যবসায়ী নেতারা অভিযোগ করে বলেন, পঞ্চগড়ের ঐতিহ্যবাহী রাজনগর হাট (পঞ্চগড় বাজার) এর ভিতর চারটি দোকান ঘরে প্রায় ছয় দশক ধরে ব্যবসা করে আসলেও নতুন করে কিছু অসাধু ব্যক্তি গোপনে লিজ নেওয়ার চেষ্টা করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বাজারে বিশৃঙ্খলা ও দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। তাই যারা নতুন করে লিজ নেওয়ার অপচেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি দাবি জানান তারা। সুষ্ঠু সমাধান না পেলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন ব্যবসায়ী নেতারা।
বনিক সমিতির সভাপতি আব্দুল আলিম খান বলেন, আমাদের কয়েকজন লোকের জন্য পঞ্চগড়ের ব্যবসায়ীদের মধ্যে পরিবেশ নষ্ট হচ্ছে। এসব দোকানের মালিক অনেক বিধবা মা-বোন আছে, অনেক বৃদ্ধ, অবসরপ্রাপ্ত মানুষ আছে, যারা দোকান ভাড়া দিয়ে সংসার চালায়। এইটা থেকে আমাদের বঞ্চিত করলে আল্লাহ সহ্য করবেন না। আমাদের সমস্যা জানিয়ে স্মারকলিপি দিয়েছি। অতিরিক্ত জেলা প্রশাসক আমাদের স্মারকলিপি নিয়েছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦