শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।পঞ্চগড়: ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া পাঁচজন বাংলাদেশি নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তে পতাকা বৈঠক শেষে তাদের বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ। এতে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম এবং ভারতের ১৮/ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরভিন্দ পাঠানিয়া উপস্থিত ছিলেন।
জানা যায়, তারা এক বছর আগে অবৈধভাবে যশোর ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং বাসা-বাড়ি ও পার্লারের কাজ করছিলেন। গত ১৬ মে ২০২৫ তারিখে গুজরাট এলাকায় ভারতীয় সিআইডি পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে ১৭ মে তাদেরকে মহারাষ্ট্রের পালঘরের একটি মহিলা আশ্রয়কেন্দ্রে রাখা হয়।
সেখান থেকে ১৭ আগস্ট ট্রেনে করে শিলিগুড়ির ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পে আনা হয়। সেখান থেকে বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে দুপুরে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন, বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়া এলাকার জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার শিরিনা পারভীন (৩২), নওগাঁ বদলগাছি এলাকার আমিনা আক্তার (৪০) ও বাগেরহাট মোড়লগঞ্জ এলাকার লাবনী আক্তার (৩০)।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নজির হোসেন বলেন, বিজিবি ৫ নারীকে থানায় হস্তান্ত করে। তবে ওই নারীদের পরিবারের সদস্যরা আগেই থানায় জিডি করে রাখায়, এবং তেঁতুলিয়া মডেল থানায় উপস্থিত থাকায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়েছে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦