।। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় ।।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়েছে। দীর্ঘ ৫০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাসে এই ইউনিট দেশের অখণ্ডতা ও সীমান্ত সুরক্ষায় অসামান্য অবদান রেখেছে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আধুনিক সীমান্ত ব্যবস্থাপনায় তারা “সীমান্তের অতন্দ্র প্রহরী” হিসেবে দায়িত্ব পালন করছে।
১৯৭৫ সালের ১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকে ব্যাটালিয়নটি সীমান্ত সুরক্ষা, মাদক ও মানবপাচার রোধ এবং জাতীয় স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করছে। সততা, আনুগত্য, নিষ্ঠা ও শৃঙ্খলাকে মূলনীতি হিসেবে গ্রহণ করে প্রতিটি সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাগত বক্তব্যে অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন,পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) ১৯৭৫ সালের ০১ ডিসেম্বর কুমিল্লা সেক্টরের আওতাধীন মহিপাল নামক স্থানে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর হতে জয়লস্কর, মারিশ্যা, রংপুর, ওয়াল্লাছড়া, কাপ্তাই, নেত্রকোনা, বলিপাড়া, চুয়াডাংগা এবং ছোটহরিণায় নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে গত ২৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখ হতে পঞ্চগড় এ দায়িত্বভার গ্রহণ করে। দায়িত্বভার গ্রহণের পর ১৩৫.৫৯১ কিঃ মিঃ দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ১৯টি বিওপি এবং ০১টি আইসিপি এর দায়িত্ব পালন করে এবং চলতি বছরে১৬জন আসামীসহ ০১ কোটি ৭৯ লক্ষ টাকার অধিক চোরাচালানী মালামাল আটক করা হয়। সীমান্ত রক্ষার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে। এছাড়াও অত্র ব্যাটালিয়নের বাংলাবান্ধা আইসিপিতে প্রতি সপ্তাহে ০২ দিন (শনিবার এবং মঙ্গলবার) বিজিবি-বিএসএফ যৌথ রিট্রিট প্যারেড পরিচালনা করে প্রতিপক্ষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং বেসামরিক পরিমন্ডলে সুনামঅর্জন করতে সক্ষম হয়েছে। তাছাড়া চলতি বছর রংপুর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন ফায়ারিং প্রতিযোগিতায় "চ্যাম্পিয়ন" এবং ভলিবল প্রতিযোগিতায় "রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
যতদিন উড়বে লাল-সবুজ পতাকা, ততদিন বিজিবি দেশের সর্ব উত্তরের সীমান্তে দুর্ভেদ্য প্রাচীর হয়ে থাকবে। আমরা শপথ নিয়েছি—দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করতে কুণ্ঠাবোধ করব না।'
পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুরে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রীতি ভোজ অনুষ্ঠানের পূর্বে প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর সৌজন্যে প্রদত্ত কেক কাটা হয়। প্রীতিভোজ ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানসহ সামরিক ও বেসামরিক অন্যান্য কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি বক্তব্যে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার এ এস এম নাছের বলেন, দেশপ্রেম, পেশাদারিত্ব ও আত্মত্যাগের আদর্শে পঞগড় ব্যাটালিয়ন আজ জাতির গর্ব ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে। দীর্ঘ ৫০ বছরে এ বাহিনীর রয়েছে অবিস্মরণীয় অবদান। বিজিবি প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষার সুমহান দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করে আসছে।
পরে প্রীতিভোজের মধ্য দিয়ে প্রথমার্ধের অনুষ্ঠানমালা শেষ হয়। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজিবি প্রশিক্ষণ মাঠ প্রাঙ্গনে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦