ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃপলাশবাড়ী পৌর সভার বৈরী হরিনমারি ফায়ার স্টেশন সংলগ্ন উন্নত মোড়কে নিম্নমানের করলা, লাউ, ঝিঙ্গে সহ বিভিন্ন ধরনের বীজ প্যাকেট জাত করে বিক্রির মাধ্যমে সাধারণ কৃষকের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে লুৎফর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
যেকোনো ধরনের ফসল উচ্চ ফলনশীলের প্রত্যাশায় চাষিদের একমাত্র ভরসা বীজ। যেটা সরকারিভাবে উপজেলা কৃষি অফিস থেকে শুরু করে দেশের সরকারি অনুমোদিত বিভিন্ন কোম্পানির মাধ্যমে কৃষকরা সংগ্রহ করে জমিতে বপন করেন। আবার এরই মধ্য নামে বেনামে বিভিন্ন কোম্পানি থেকে বিজ ক্রয় করে প্রতারিত হচ্ছে অসংখ্য কৃষক।
উন্নত মানের মোড়কে নিম্নমানের বীজ মানে এমন বীজ যা দেখতে ভালো বা দামি মোড়কে থাকলেও আসলে তার গুণমান খুব খারাপ। এর ফলে বীজ সহজে গজায় না, উৎপাদন কমে যায় এবং কৃষকেরা প্রতারিত হন।
এমনই প্রতারনার অভিযোগ উঠেছে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের ঢাকা রংপুর মহাসড়কের ফায়ার স্টেশন সংলগ্ন বৈরী হরিনমারি এলাকার লুৎফর রহমানের নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ২৫ আগস্ট সোমবার দুপুরে সরে জমিনে দেখা যায় অভিযুক্ত লুৎফর রহমান দীর্ঘদিন যাবত একতলা বিশিষ্ট একটি বাসা ভাড়া নিয়ে দৈনিক ১৬০ টাকা মজুরি মূল্যে পাঁচজন মহিলা শ্রমিক কে নিযুক্ত করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা নিম্নমানের লাউ, কুমড়া, করলা, শসা, ঝিঙ্গে সহ নানা ধরনের বীজ কোন প্রকার ল্যাব টেস্ট কিংবা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই প্যাকেট জাত করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রির মাধ্যমে সাধারণ কৃষকের সাথে প্রতারণা করে আসছে।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু মুঠোফোনে সাংবাদিকদের জানায়, ওখানে একটা বীজের ডিলারশিপ এর দোকান সম্বন্ধে অবগত আছি এর মধ্যে এসব কর্মকাণ্ডের বিষয়টা আমার জানা নেই।
এ বিষয়ে পৌর প্রশাসক উপজেলা সহ সহকারী কমিশনার ভূমি আল ইয়াসা রহমান তাপাদার সাংবাদিকদের জানায়, এমন প্রতারণামূলক বিষয়ে আমি অবগত নই! সরেজমিনে সত্যটা মিললে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦