ফজলার রহমান,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উফসী জাতের ধান বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহামেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনপলাশবাড়ী প্রেমক্লাবের সভাপতি শাহ আলম সরকার,সাংবাদিক ফেরদাউছ মিয়া,পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদসহ উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল বলেন,“২০২৫–২৬ সালের রবি–বোরো মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সরকার প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৪০০ কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ এবং ১ হাজার কৃষককে ৫ কেজি করে উফসী ধান বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার সরবরাহ করছে।”
তিনি আরও জানান, এই উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে তাদের আর্থিক সুরক্ষা ও কৃষিতে সমৃদ্ধি বয়ে আনবে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦