ফজলার রহমান (সংবাদকর্মী) ঃসারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে হিন্দুদের দীপাবলি উৎসবের সাথে কালীপূজো অনুষ্ঠিত হচ্ছে।
দুর্গাপুজোর পর বাঙালির সেরা উৎসব হল কালীপুজো। এই দিনে বাঙালিরা মেতে ওঠেন আলোর উৎসবে। পাশাপাশি বন্ধুবান্ধবদের নিয়ে বাজি ফাটানো তো রয়েছেই। এছাড়াও, অনেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন সপরিবারে বা বন্ধুদের সঙ্গে। কালীপুজোকে ঘিরে সারা বাংলাতেই এক আলাদা ধরনের উন্মাদনা রয়েছে। এই দিন সকাল সকাল আত্মীয় পরিজনদের শুভেচ্ছা জানানোও বহু পুরনো রীতি।
এ উপলক্ষে, আজ ২০ অক্টোবর ২০২৫ সোমবার পালিত হচ্ছে কালীপুজো। রাতব্যাপী হবে সনাতনীদের মা কালীর আরাধনা।পৌর শহরের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায় কালীপূজা উপলক্ষে অন্ধকার দূর করে আলো ও জ্ঞানের শিখা জ্বালানোর প্রতীকী যাত্রায় (দীপশিখা) মন্দিরে বাসা বাড়িতে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দৃশ্যমান। এই দিনে, দীপাবলি বা আলোর উৎসবের সাথে কালীপূজা অনুষ্ঠিত হয় এবং আলোকসজ্জা, আতশবাজি ও প্রদীপ জ্বালিয়ে মন্দের উপর ভালোর জয় উদযাপন করা হয়। এই প্রথা নিজের ভেতরের ও বাইরের সব অজ্ঞানতা, অজ্ঞতা ও তমসা দূর করার প্রতীকী অর্থ বহন করে।
কালীপূজা বা শ্যামাপূজা ভারতীয় উপমহাদেশ থেকে উদ্ভূত একটি উৎসব, যা হিন্দু দেবী কালীকে উৎসর্গ করা হয়। এটি হিন্দু পঞ্জিকার অশ্বযুজা মাসের বা কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা পালিত হয়। উৎসবটি বিশেষ করে পশ্চিমবঙ্গ, মিথিলা, বিহার, ওড়িশা, আসাম এবং ত্রিপুরার মতো অন্যান্য স্থানের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়।
এ দিন দীপাবলি উৎসব পালিত হয়। এটি দীপাবলি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা এবং যক্ষরাত্রি নামেও অভিহিত হয়।সর্বভারতীয় ক্ষেত্রে এই দিন লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হলেও বাঙালি, অসমীয়া ও ওড়িয়ারা এই দিন কালীপূজা করে থাকেন।এছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপূজাও যথেষ্ট জনপ্রিয়।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦