ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জন ও ১০ জনের অধিক যাত্রী আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) ভোরে গাইবান্ধা -পলাশবাড়ী সড়কের ঠুটিয়া পুকুরস্থ গড়েয়ার ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে গড়েয়ার ঈদগাহ মাঠ এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক মেট্রো-উ ১৪-৩৫৪৮ এর চলমান গাড়ীর সাথে পিছন থেকে ঢাকা থেকে গাইবান্ধাগামী যাত্রীবাহী কাজি পরিবহন যাহার নাম্বার ঢাকা মেট্রো-ভ ১২-১৬৩৬ এ বাসগাড়িটি ট্রাকটি ওভারটেক করার সময় পিছন থেকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনা স্থলে বাসের হেলপার ও যাত্রী সহ ২ জন নিহত হয়। এ ঘটনায় ১০ জনের অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় একাধিক ক্লিনিকে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দাবী করেন আহতদের মধ্যে নিহতের সংখ্যা বৃদ্ধি হতে পারে।
এ দুর্ঘটনায় নিহত দুইটি মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাসটি পলাশবাড়ী থানায় নেওয়া হয়েছে।নিহত একজন রংপুরের পিরগন্জ থানার ধনশালা গ্রামের হারুন মিয়ার পুত্র জামিল মিয়া (১৭)।অপরজন দুর্ঘটনায় কবলিত বাসের হেলপার সাদুল্লাপুরের মুসা মিয়া।
নিহত জামিলের সাথে থাকা তার খালা সোনালী বেগম জানান দুর্ঘটনায় কমপক্ষে ২/৩ জন নিহত ও কমপক্ষে ৮ জন মারাত্বক আহত হয়।অন্যজনের নাম ঠিকানা এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যাইনি।
দুর্ঘটনায় নিহত দুই জনার লাশ ও দুর্ঘটনা কবলিত নাইট কোচ পলাশবাড়ী থানায় আনা হয়েছে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦