 
     
 ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধার পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষআবু সুফিয়ান সরকার তাঁর দীর্ঘ চাকুরি জীবনেরমেয়াদ পূর্নতা শেষে তিনি তাঁর স্বীয় পদ থেকে ৩০ অক্টোবর বৃহস্পতিবার আনুষ্ঠানিক অবসর গ্রহণ করলেন।
কলেজের সহকর্মী শিক্ষক কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা
এবং বিদায়ী ক্রেস্ট প্রদানের মধ্যদিয়ে তাঁকে বিদায়
জানান।
বিগত ১৯৯৪ সালে কলেজটি প্রতিষ্ঠা হয়।কলেজটির
প্রতিষ্ঠায় পুরোধা ব্যক্তিত্ব ছিলেন পলাশবাড়ীর কৃতি
সন্তান,বিশিষ্ট সমাজসেবী,সাংবাদিক,গাইবান্ধা-৩ আস-
নের সাবেক এমপি,পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান,গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি,সাদুল্লাপুর
ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বিএনপি নেতা মরহুম অধ্যক্ষ মোখলেছুর রহমান।সর্বশেষ কলেজটির গভর্নিংবডির সভাপতির দায়িত্বপালন করছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-৩ আসনের সম্ভাব্য মনো-নয়ন প্রত্যাশি অধ্যাপক ডা.মইনুল হাসান সাদিক।
কলেজটি প্রতিষ্ঠা থেকে ১ জুলাই ১৯৯৪ থেকে এ
পর্যন্ত ২০ জন ব্যক্তিত্ব সভাপতির দায়িত্বপালন কর-
ছেন।
তাঁর আনুষ্ঠানিক বিদায় উপলক্ষে কলেজের শিক্ষক
পরিষদ ও কলেজ পরিচালনা পর্ষদের যৌথ আয়োজনে এদিন সকালে অত্র কলেজ মিলনায়তনে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।এসময় কলেজের শিক্ষক-কর্মচারীর উপস্থিতিতে সহকর্মীরা তাঁদের বিদায়ী বক্তব্যে বলেন ; অধ্যক্ষ আবু সুফিয়ান রোজ এঁর দূরদর্শী নেতৃত্বের দৃষ্টিভঙ্গি এবং নিরলস আন্তরিক প্রচেষ্টায় কলেজটি আজ একটি স্বনামধণ্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষানুরাগীর চেতনা-সততা-কর্মনিষ্ঠতা ও প্রশাসনিক
দক্ষতার আবর্তে কলেজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ
ভূমিকা রেখেছেন।
আবেগঘন বক্তব্যে বিদায়ী অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন,
কলেজটি আমার কর্ম জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়। সহকর্মী,অভিভাবক-শিক্ষার্থী ও সর্বস্তরের এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা আমার সবচেয়ে বড় প্রাপ্তি।তাঁদের প্রাণঢালা ভালোবাসা হৃদয়ে ধারণের মধ্যদিয়ে আমি জীবনের অবশিষ্ট সময় কাটাতে চাই।”
শেষে কলেজের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক,
উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাঁকে।
প্রতিষ্ঠালগ্ন ১৯৯৪ সালের ৬ নভেম্বর তিনি অধ্যক্ষ পদে যোগদান করেন।সর্বশেষ ২০২৫ সালের ৩০ অক্টোবর
তিনি অবসর গ্রহণ করলেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦
