ফজলার রহমান গাইবান্ধা থেকে:গাইবান্ধার পলাশবাড়িতে এসিআই মোটরস লিঃ কোম্পানির আয়োজনে সোনালীকা ডে -২০২৫ বার্ষিক সার্ভিসিং ও মতবিনিময় সভা উপলক্ষে জাকজমকপূর্ণভাবে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ই অক্টোবর মঙ্গলবার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গায় এসিআই কোম্পানির আয়োজনে স্থানীয় ডিলার ওয়াহেদুজ্জামান সরকার এর সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এসিআই কোম্পানির সোনালিকা ট্রাক্টরের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন এসিআই মটরস লিমিটেড এর রংপুর বিভাগীয় প্রধান মাহমুদ রশিদ (এজিএম, সেলস), ইঞ্জিনিয়ার নরেন্দ্র নাথ রায় (সি. রিজিওনাল ম্যানেজার, সার্ভিস-নর্থ পার্ট), গাইবান্ধা জেলার এরিয়া ম্যানেজার রফিকুল করিম, রিকোভারী টেরিটোরি ম্যানেজার মাসুদ আালম, গাইবান্ধা এরিয়ার সার্ভিস ইন্জিনিয়ার মোকলেসুর রহমান সায়েম ছাড়াও স্থানীয় ব্যবসায়ীক,মালিক,ড্রাইভারগন উপস্থিতছিলেন।
এসময়, এসিআই মোটরস এর প্রোডাক্ট সোনালিকা ট্রাক্টর ক্রয়ের পর সফল উদ্যোক্তাগন তাদের সফলতার অনুভূতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আয়োজিত মেলায় ট্রাক্টর চালক ও মালিকদের ফুল দিয়ে বরণ করানো হয়। তাদের চেকআপ করানোর জন্য বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চেক আপ বুথ খোলাহয় এতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।অন্যান্য বুথগুলির মাঝে রয়েছে, পার্টস প্রদর্শনী, রেজিস্ট্রেশন বুথ, ট্রাক্টর এক্সচেঞ্জ বুথ সহ ছয়টি স্টল বসানো হয়। নতুন ট্রাক্টর বিক্রয় অনুসন্ধান বুথ,বসানো হয়। দিন ব্যাপী কোম্পানির মেকানিক ও ইঞ্জিনিয়ার দ্বারা প্রায় শতাধিক ট্রাক্টর বিনামূল্যের সার্ভিসিং করা হয়। এছাড়াও ট্রাক্টর বুকিং দিলে আকর্ষণীয় অফার হিসেবে একটি ইকো-ফ্লো (পোর্টেবল পাওয়ার স্টেশন) বিনামূল্যে প্রদান করা হয়।
চালক ও মালিকদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলুন ফাটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই খেলা, র্যাফেল ড্র অংশগ্রহণকারীদের ফটো সেশনের জন্য শেরওয়ানি পাঞ্জাবি, সিনারি স্টুডিওর মতো কৃত্রিম পটভূমি, বা থিমভি। নানা ধরনের মধ্য অংশগ্রহণকারীদের পছন্দ অনুযায়ী (পোশাক টি-শার্ট) বিতরণ, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সহ প্রায় চারশত অংশগ্রহণকারীর মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠান টি সন্ঞ্চালনা করেন টেরিটরি ম্যানেজার সনজিত চন্দ্র শীল।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦