ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ১০ বছর মানবতার পথে। একটি স্বপ্ন থেকে শুরু মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে। আজ সেই স্বপ্নের পথচলায় পেরিয়ে এলো ১০টি বছর। এরই ধারাবাহিকতায় , বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকেলে
পলাশবাড়ী দারিদ্র্য বিমোচন সংগঠনের (পদাবিস) এর উদ্যোগে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন করতোয়া নদীর তীরবর্তী চরাঞ্চলের সনাতনী ধর্মের ১০ জেলে পরিবার সহ মোট ২০ টি পরিবারের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কনকনে শীত আর নদীঘেরা দুর্গম চর, যেখানে সাহায্য পৌঁছায় খুব কমই। এই শীতে ভোরের কুয়াশা আর নদীপথ পেরিয়ে দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের কথা ভেবে পলাশবাড়ী দারিদ্র্য বিমোচন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাজান সরকার ইউসুফের নির্দেশনায় সাংবাদিক ফজলার রহমান সারেজমিনে চরাঞ্চলের এসব অসহায় শীতার্তদের বাড়ী বাড়ী গিয়ে বিশের অধিক পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
নতুন কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন দুর্গম চরের শীতার্ত মানুষেরা।
কম্বল নিতে আসা গীতা রানী বলেন, ‘অভাবের সংসার। ট্যাকা-পয়সা নাই। গরম কাপুর-চুপুর কিনতে পারিনি। তাই জাড়ে খুবই কষ্ট করছিনু। কম্বল পাইয়ি খুব উপকার হইলো। দুয়া করি ভগবান যেন ইউসুফ ভাইরে ভালো রাখেন।’
আদুরী রানী বলেন, ‘শীতে সারা রাত ঘুমাইতে পারিনি। গরম কাপুড়ের অভাবে শীতে কষ্ট করি। এখন আরামে ঘুমাইেত পাইরবো। মুক্তি রানী বলেন, শহরের ধনী মানুষেরা আমার মতো গরীব মানুষের পাশে দাড়াইলে কষ্ট অনেকটা দূর হইতো।সরকারি কোনো সুযোগ-সুবিধা চরের মধ্যে আসে না। আমরা আপনাদের সংগঠনের উন্নতি কামনা করছি।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান সরকার ইউসুফ বলেন, দুঃসময়ে অসহায়ের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সচেতনতার আলো ছড়িয়ে দেওয়া, মানবিক মূল্যবোধকে লালন করা—এই লক্ষ্য নিয়েই আমাদের যাত্রা।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦