ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধার পলাশবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৩,২০২৪ ও ২০২৫ খ্রি.-এর এসএসসি পরীক্ষায় জিপিএ - ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৫ শনিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফুলের মতো ফুটবো মোরা,আলোর ন্যায় ছুটবো
জ্ঞানের আলো সাথে নিয়ে - দেশটাকে গড়বো,,
প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে,
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও সভাপতি ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগ ড.মোঃ লতিফুর রহমান সরকার। অনুষ্ঠানে গেস্টস অব অনার,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ প্রফেসর ড. মোঃ শাহীদুর রহমান চৌধুরী গলাপ এবং
ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগীয় প্রধান এবং আ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
আল-ইয়াসা রহমান তাপাদার,পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলি ভুট্টো, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.বি.এম নকিবুল হাসান,
পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) সুশীল চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন।
মঞ্চের অনুষ্ঠান সকাল ১১টায় শুরু হওয়ার পর মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও যোগ দেন আনন্দযজ্ঞে। শিক্ষা প্রতিষ্ঠানের এত সুন্দর আয়োজন দেখে শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন।সেইসাথে মাদককে না বলার অঙ্গীকার করান। দেশকে এগিয়ে যাওয়ায় নেতৃত্ব দেয়ার আহ্বান জানান। একেকজন হবে আমাদের একেকটা অনুপ্রেরণার গল্প। তোমাদের আদর্শ হিসেবে মেনে যেন তোমাদের পরবর্তী প্রজন্ম দেশকে এগিয়ে নিতে পারে, সেটা তোমাদেরই নিশ্চিত করতে হবে। পাশাপাশি আগামী দিনেও শিখো সে লক্ষ্যে পাশে থাকার আহ্বান জানায়।
অতিথিদের শিক্ষামূলক বক্তব্য শুনে শিক্ষার্থীরা করতালি দিয়ে সম্মান জানায়।
শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক( ক্রেস্ট) তুলে দেন অতিথিবৃন্দ।
দুপুরে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল বারী সরকার।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦