মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও প্রতিনিধি।।ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের দোস্তমপুর গ্রামে বাল্য বিয়ে প্রতিরোধের লক্ষ্যে ২৫ জন কিশোরীদের নিয়ে স্বপ্ন সারথি দল গঠন করা হয়েছে যাদেরকে নিয়ে প্রতিমাসে জীবন দক্ষতা বৃদ্ধির সেশন করানো হয় । কিশোরীরা যেন তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে এবং তাদের স্বপ্নটাকে স্থির করতে পারে এজন্য তাদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়। এবার ২৬ নম্বর সেশন পরিচালনা করা হয় সেশনের নাম "এসো আবেগের যত্ন নেই" সেশনটি পরিচালনা করেন নূর নাহার অফিসার (সেলপ) সার্বিক সহযোগিতা করেন মোছা: আফসানা মুস্তারি সিও (সেলপ) । এই সেশনেই আমাদের স্বপ্ন সারথি কিশোরী মোছা: ইতি আক্তার তার বাল্য বিয়ে প্রতিরোধের ঘটনাটি সবার সাথে শেয়ার করেছে । সে কিভাবে তার বাল্য বিয়ে প্রতিরোধ করেছে ? এই গত মাসে তার কয়েকবার বিয়ের ঘর এসেছে এবং বাবা-মাও তাকে বিয়ে দেয়ার জন্য প্রস্তুত হচ্ছিল ইতি তার বাল্যবিয়ে প্রতিরোধের জন্য তার বাবা মাকে জানাই সে এখন বিয়ে করবে না সে পড়ালেখা করে তার স্বপ্ন পূরণ করতে চায়। স্বপ্ন পূরণ করার জন্য আমাকে কিছু সময় দাও আমাকে এখনই তোমরা বিয়ে দিও না যদি এখন আমাকে তোমরা বিয়ে দিতে চাও আমি আমাদের স্বপ্ন সারথি দলের প্রশিক্ষক নূর নাহার আপাকে জানিয়ে দিব প্রয়োজনে আমি ৯৯৯ ফোন করে আমার বাল্য বিয়ের কথা জানিয়ে দেবো। এভাবেই স্বপ্ন সারথি দলের কিশোরীরা তাদের বাল্য বিয়ে প্রতিরোধ করার জন্য প্রস্তুত হচ্ছে। এবং সেশন শেষে স্বপ্ন সরথি দলের কিশোরীরা লাল কার্ড প্রদর্শন করে নারী ও শিশু নির্যাতন কে না বলে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦