মোহাম্মদ সোহেল মালটু।। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্বসেরা মহাসচিব মির্জ। ফখরুল ইসলাম আলমগীর নিজের দলের গণ্ডি পেরিয়ে আজ তিনি গোটা দেশের মহাসচিব হিসেবে গণ্য হচ্ছেন। মহাসচিব শব্দটা শুনলেই যার চেহারা ভেসে ওঠে তিনি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একমাত্র নেতা যিনি ২০১৮ সালে জনগণের ভোটে এমপি নির্বাচিত হওয়ার পরেও পাতানো সংসদে যাননি, উনি সেই নেতা যার বিরুদ্ধে ১/১১ সরকার তন্নতন্ন করে খুঁজেও এক টাকার দুর্নীতির অভিযোগ আনতে পারেনি অথচ তিনি বিএনপি সরকারের একজন মন্ত্রী ছিলেন। উনি সেই নেতা যিনি দলের ক্রান্তিলগ্নে দলের হাল ধরে দলকে ভাঙ্গনের মুখে পড়তে দেননি, অথচ মান্নান ভূইয়ারা অল্প দিনের মধ্যে তার নেত্রীকে মাইনাস করে আরেকটা বিএনপি সৃষ্টি করেতে চেয়েছিলেন। উনি সেই নেতা যার বিরুদ্ধে একটা কমিটি বাণিজ্যের অভিযোগ আনতে পারবেন না। উনি আওয়ামী সরকারের সময় ১১ বার জেলে গিয়েছেন। উনার বিরুদ্ধে শতাধিক মামলা দেয়া হয়েছিলো, শত প্রলোভনে সরকার সর্বশেষ আর্মি-ডামির নির্বাচনে উনাকে রাজি করাতে পারেনি, অথচ নতুন বিপ্লবীরা উনাকে কথায় কথায় ক্ষমতা লোভী বলে, উনি নির্বাচনের কথা বললে সহ্য হয় না, খুব সহজে দালাল তকমা দিয়ে দেয়া হয়, একবার ভাবুন তো এসব কথা যে বলেন বিগত ১৭-১৮ বছরে কি এমন ত্যাগ করেছেন আপনি? কয়টা মামলার আসামি হয়েছেন? কত বার জেলে গিয়েছেন? এতগুলো মামলা এতবার জেল জুলুমের শিকার হলে কোন দেশে পাড়ি দিতেন জানা আছে কি? অথচ উনি উনার পড়ন্ত বয়সে এসেও জেল জুলুম অত্যাচার সহ্য করে অবিচল দাঁড়িয়ে আছেন। বাংলাদেশের রাজনীতির এক উজ্জল নক্ষত্র তিনি। স্যালুট জানাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কে।
-(মোহাম্মদ সোহেল মালটু)
যুব সংগঠক চট্টগ্রাম মহানগর যুবদল,সাবেক সহ- সভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রদল
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦