ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে সাংবাদিক পেশাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি পেশা। সত্য প্রকাশে সাংবাদিকরা যখন গণমাধ্যমের সংবাদ প্রচার প্রচারণা করেন তখন সাংবাদিকদের ঝুঁকির মধ্যে থাকতে হয়। কখনো রাজনৈতিক ঝুঁকি কখনো প্রশাসনিক ঝুঁকি নানা ধরনের ঝুঁকিপূর্ণর মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হয়। এরপরেও সাংবাদিকরা নানান প্রতিকূলতার মধ্য দিয়ে সাহসের সহিত সমাজে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও অসংহতি তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।যে সাহস রাজনীতিবিদরা পায় না সেই সাহসীকতার মাধ্যমে সাংবাদিকরা দায়িত্ব পালন করেন সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র পক্ষ থেকে সাংবাদিকদের অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সর্বপ্রথম উন্মোচিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।আমাদের ভুলে গেলে চলবে না তৎকালীন সময়ে যখন বাংলাদেশে সরকারিভাবে পরিচালিত চারটি সংবাদপত্র ছাড়া বাকি সমস্ত সংবাদপত্রগুলো বন্ধ করে দেয়া হয়েছিলো শহীদ জিয়াই তখন সমস্ত পত্রিকা গুলোর সূচনা করেছিলেন।এরপর বাংলাদেশে বিটিভি ছাড়া বাকি অসংখ্য চ্যানেল গুলো বেগম খালেদা জিয়ার আমলে সূচনা হয়েছে বর্তমান সময়ে অনেকটা বিকাশিত হয়েছে।দল মত নির্বিশেষে সকল সাংবাদিক ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিকদের কেউ ক্ষতি করার সাহস পাবে না।বর্তমান সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের প্রয়োজন আর সেজন্য অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন আছে।সাংবাদিক হওয়াটা খুব সোজা কিন্তু এর দায়িত্ব পালন করাটা খুবই কঠিন।
উপরোক্ত কথাগুলো, দৈনিক করতোয়া ৫০ বছরে পদার্পণ উপলক্ষে পলাশবাড়ী প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গাইবান্ধা জেলার সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক
প্রধান অতিথির বক্তব্য বলেন।
দেশের বহুল আলোচিত দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে ১২ আগষ্ট মঙ্গলবার পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে পলাশবাড়ী প্রেসক্লাবে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাদেকুল ইসলাম রুবেলের সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে পলাশীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আবুআলা মওদুদ, পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন,যুবদল নেতা রাজু আহমেদ, সাগর সরকার মিনু ছাড়াও উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলায় কর্মরত সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিতি সকল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦