। শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ফেরদৌস আরা বকুলের স্বামী বীর মুক্তিযোদ্ধা শামসূদ্দোহা রবি গতকাল সোমবার পঞ্চগড় শহরের মসজিদপাড়ার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
তিনি বিএলএফের প্রথম ব্যাচের মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি রবি দা নামেই পরিচিত ছিলেন।
তাঁর বড় মেয়ে খন্দকার খাদিজা ফারহানা ফেরদৌস লাবণ্য জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক, ছোট মেয়ে খন্দকার সোহানা আরজু সুবর্ণ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক। বোন ফিরোজ খন্দকার চামেলী বীর মুক্তিযোদ্ধা ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছিলেন ।
এদিকে তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, জেলা জাসদের সভাপতি অধ্যাপক এমরান আল আমিন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলক ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বাবলা পৃথক পৃথক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
আজ মঙ্গলবার বাদ আছর মাদ্রাসা মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌরসভার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦