স্টাফ রিপোর্টার, পঞ্চগড়।। গতকাল রাতে রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের উপর আইনশৃঙ্খলা বাহিনীর বর্বোরোচিত হামলার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগষ্ট) সকালে আটোয়ারী উপজেলাবাসীর ব্যানারে উপজেলার গোল চত্ত্বরে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আবু হাসান বাবু, আব্দুল্লাহ আমান, রবিউল ইসলাম, মাসুদ রানা, মিঠুন ও লিংকন সহ আরো অনেকেই।
বিক্ষোভ সমাবেশে বক্তারা গতকাল ভিপি নুরুল হক নুরের উপর বর্বোরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, গতকাল রাতে ভিপি নুরের উপর হামলা সুপরিকল্পিত। তা না হলে একটি রাজনৈতিক দলের সভাপতিকে কেনই বা বেধড়ক মারপিট করা হলো। বক্তব্যে তাঁরা দাবি করে, ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর এ হামলা প্রমাণ করে যে দেশের বিভিন্ন বাহিনী এখনও ফ্যাসীবাদী মানসিকতা থেকে মুক্ত হয়নি। নেতৃবৃন্দ অভিযোগ করেন, আওয়ামী লীগের সময় যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী একটি দলীয় লাঠিয়াল বাহিনীর ভূমিকা রেখেছিল, এখনও একইভাবে তারা বিরোধী আন্দোলন দমন করছে।
উল্লেখ্য যে, গতকাল রাত ৯টার পর গণঅধিকার পরিষদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় কর্মীরা ইট-পাটকেল ছোড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া করে তাদের আল রাজী টাওয়ারের সামনে নিয়ে আসে। ঠিক তখনই সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নূর ও দলের শীর্ষ নেতারা। হঠাৎ করেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের লাঠিপেটা শুরু করে। এসময় নুরুল হক নুর গুরুতর আহত হন। পরে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ভিপি নুর।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦