বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার ৪ নং বড়গাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি জনাব মোঃ আব্দুল হামিদ। তিনি তার বক্তব্যে বলেন,
“ঠাকুরগাঁও বিএনপির মহাসচিবের এলাকা। তাই ধানের শীষে ভোট দিলে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের সর্বাত্মক উন্নয়ন করা হবে। বিশেষ করে নারীদের জন্য আলাদা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। প্রতিটি বাড়িতে একটি করে কার্ড পৌঁছে দেওয়া হবে। এভাবেই বিএনপি জনগণের পাশে থেকে কাজ করবে।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং বড়গাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব আহম্মদ আলী। তিনি বলেন, “বিএনপির আন্দোলনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে সদস্য নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সংগঠন শক্তিশালী হবে এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রাম আরও বেগবান হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি’র আলহাজ্ব মাহফুজার রহমান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম। তারা বলেন, বর্তমান সরকারের অব্যাহত দমন-পীড়ন ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম সরকার, ৪ নং বড়গাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈম ইসলাম, যুবদলের সভাপতি মোঃ নুরুল হক, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলীসহ ইউনিয়নের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ আইনুল হক।
অনুষ্ঠান শেষে স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির সমর্থকরা জানান, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্য নবায়নের মাধ্যমে সংগঠনের প্রতি মানুষের আগ্রহ ও আস্থা আরও বেড়ে গেছে। তারা বিশ্বাস করেন, বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁওসহ দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়ন ও গণতন্ত্র ফিরে আসবে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦