ঠাকুরগাও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টার দিকে উপজেলার বন্দর এলাকার ইসলামী ব্যাংক শাখার সামনে এই কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে অবৈধ ও পক্ষপাতমূলক নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এবং একটি নির্দিষ্ট অঞ্চলের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের প্রধান সমন্বয়ক শামীম হোসেন, সহ-সমন্বয়ক রিয়াজুল ইসলাম জনি, চাকরি প্রত্যাশী মোঃ তানভীর হাসান, রুবেল মিয়া, জুবায়ের ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংকিং প্রতিষ্ঠান হলেও গত কয়েক বছর ধরে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতার ঘাটতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তারা অভিযোগ করে বলেন, এস আলম গ্রুপের প্রভাবে এমন অনেক কর্মকর্তা নিয়োগ পেয়েছেন, যারা ব্যাংকিং যোগ্যতার মানদণ্ড পূরণ করেননি; অথচ বহু মেধাবী প্রার্থী বারবার উপেক্ষিত হয়েছেন।
বক্তারা আরও বলেন, ব্যাংকসহ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অঞ্চলভিত্তিক ও দুর্নীতিপ্রসূত নিয়োগ প্রথা জাতির তরুণ প্রজন্মের প্রতি অবিচার। তারা চার দফা দাবি উত্থাপন করে অবিলম্বে তা বাস্তবায়নের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি ন্যায্য দাবি পূরণ না হয়, তবে আমরা দেশব্যাপী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব। ব্যাংকিং খাতে দুর্নীতি ও পক্ষপাতিত্ব আর চলতে দেওয়া হবে না।”
কর্মসূচিতে বক্তারা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহের হস্তক্ষেপ কামনা করেন, যাতে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়া হয় সম্পূর্ণ স্বচ্ছ, মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা “অবৈধ নিয়োগ বন্ধ করো, মেধার মূল্য দাও” — এমন স্লোগান দিতে দিতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে ব্যাংকের সামনে অবস্থান নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচি শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦