গোলাম রব্বানী,ঠাকুরগাঁও প্রতিনিধি :রাণীশংকৈল উপজেলার পৌর শহরের ডাচ বাংলা সংলগ্ন ছোট একটি দোকান রয়েছে মোঃ আব্দুল কাদের। এই ব্যক্তিটি রাণীশংকৈলে উপজেলার সবাই এই ফেসবুকের মানুষটিকে চাওয়ালা কাদের নামে চিনেন এবং জানেন। সকাল থেকে বিকাল পর্যন্ত চাওয়ালা কাদের দোকানে সতেজ চা, এবং মজাদার সুস্বাদু পেঁয়াজের পিয়াজু পাওয়া যায়। বিকেল শেষে সন্ধ্যা নেমে আসার পর পরে নানান ধরনের বয়স্ক মানুষ থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা চা ওয়ালা কাদের দোকানে পিঁয়াজু ও চা, ছলাবুট খাওয়ার জন্য আসেন। প্রতিনিয়ত দেখা যায় ফেসবুক কনটেন্টরা আসেন সেলফি তোলার জন্য তার দোকানটিতে। ছোট এই দোকানে বসে চাওয়ালা কাদের ভাই তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতিদিন নিজের মৌলিক ভিডিও গুলা পোস্ট করেন।
বিভিন্ন বিনোদন মুলক ভিডিও ফেসবুকে আপলোড দিয়ে থাকেন।
বর্তমানে তার ফেসবুক অ্যাকাউন্টে ৬ হাজার ৭ শত ১১ জন ফলোয়ার রয়েছেন।
প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে ফ্লোরার।
চা ওয়ালা কাদের যখন তার ভিডিওগুলা পোষ্ট করেন তখন তার ফলোয়াররা তার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন
চা ওয়ালা কাদের বলেন, আমি ফেসবুকে সাড়া পৃথিবীর মানুষের ভালোবাসায় সেলিব্রিটি হতে চাই এবং নিজের পরিশ্রমে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
আমি কারো ক্ষতি করে সামনে এগিয়ে যেতে চাই না নিজের কঠোর পরিশ্রম আর সফলতা
এবং মানুষের ভালোবাসার মধ্য দিয়ে ফেসবুকে সেলিব্রিটি হতে চাই এটাই আমার দেশবাসী সকল ফেসবুক ব্যবহারকারীদের কাছে অনুরোধ রইলো।
আপনারা যারা এই চা ওয়ালা কাদের দোকানে যেতে চান তারা ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌরশহরের ডাচ বাংলা সংলগ্ন দেখতে পারবেন সেখানে একটা ইটের দেয়াল দিয়ে তৈরি ছোট একটি দোকান ঘর রয়েছে সেটাই চা ওয়ালা কাদের ভাইয়ের দোকান। আপনারা যদি চা ওয়ালা কাদের ভাইয়ের দোকানে আসেন। তাহলে আপনাদের সবার মন আনন্দ বিনোদন দিয়ে ভরিয়ে দিবে এই ফেসবুক অনুরাগী প্রেমিক চা ওয়ালা কাদের ভাই।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦