স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্ত এলাকায় রাতের আঁধারে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর একটি অভিযানিক দল তাদের আটক করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভিতরগড় বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৪৪/৪-আর থেকে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পোকলাভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় তিনজনকে আটক করা হয়।
আজ বুধবার(২০আগস্ট) দুপুর ১২টায় পঞ্চগড় সদর থানায় আটককৃতদের হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায় বিজিবি ৩ বাংলাদেশীকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরন করা হবে।
আটককৃতরা হলেন—ঠাকুরগাঁও সদর উপজেলার আচ্চানিমবাড়ী গ্রামের মৃত উপেনের ছেলে শ্রী রাম (৩৫), তার স্ত্রী শ্রী চন্দনা রাণী (৩৩) এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চান্দুরী গ্রামের মনাব্বরের ছেলে শামীম (৩২)।
জিজ্ঞাসাবাদে তারা জানান, ভারতের অভ্যন্তরে প্রবেশের জন্য একাধিক দালাল চক্রের মাধ্যমে মোট ৪৯ হাজার টাকা চুক্তি করেছিলেন। তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৭৬০ টাকা, দুটি বাটন মোবাইল ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
রাতে এক সংবাদ বিজ্ঞোপত্তিতে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়ন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া হয়েছে। দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦