হাবিব সরকার স্বাধীন ;পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীর ওপর হামলা করে নগদ ৫ লক্ষাধিক টাকা চেক লুটের নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তথ্যসূত্র জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্বাধীনতা চত্বর এলাকায় পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে নগদ টাকা, বিকাশের টাকা ও চেক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ মাসুদ রানা রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী মাসুদ রানা তার ড্রাইভার ফারুক (৪০) ও প্রতিবেশী শরিফুল ইসলাম (৪৫)-কে সঙ্গে নিয়ে পূর্বাচল স্বাধীনতা চত্বরে অবস্থিত মোমিন পিঠাঘর” নামের একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান। খাওয়ার একপর্যায়ে বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা আরমান রেজা শাহা (৩০), তার স্ত্রী সাবরিনা (২৫) ও আরও ১০-১২ জন সহযোগী দেশী অস্ত্রশস্ত্র নিয়ে রেস্টুরেন্টে ঢুকে তাদের ঘেরাও করে।মোঃ মাসুদ রানা কে আলাদা ডেকে নিয়ে অস্ত্র ঠেকিয়ে বলে এখানেই শেষ করে দিব। যা বলি চুপচাপ শোন,শব্দ করবি ত মরবি। এভাবে সবকিছু ছিনিয়ে নেয়। প্রতিবেদকের অনুসন্ধান ঘটনার সত্যতা মেলেছে।আশেপাশে ব্যবসায়ীরা ঘটনার কথা স্বীকার করেন। অভিযোগে উল্লেখ করা হয়।আসামিরা হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করার পর মাসুদ রানার কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা, বিকাশ নম্বর থেকে ৩৫ হাজার টাকা, এবং তার প্রতিষ্ঠান “এম.আর.এম ট্রেডার্স”-এর ডাচ্ বাংলা ব্যাংকের দুটি চেক ছিনিয়ে নেয়। এছাড়া, আসামি সাবরিনা ভুক্তভোগীর প্রাইভেটকার থেকে একটি অফিসিয়াল ব্যাগসহ নগদ ৫ লাখ টাকা নিয়ে যায়।পরে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মাসুদ রানা জানান,বর্তমানেও মোবাইলে, হোয়াটসআপে হুমকি দিয়ে আসছেন আসামি গং।কেন অভিযোগ করলি তুই? এভার রক্ষা নাই। ভুক্তভোগী মাসুদ রানার জীবন এখন যায় যায় অবস্থা। তিনি জানান সবকিছুই গেল এখন শুধু জীবন যাবার বাকি আমার।অভিযোগ করেও বিপাকে আছি।এখন জীবনের নিরাপত্তা চাই।অভিযোগ রয়েছে আরমান রেজা শাহা নিজেকে বি এন পির মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মীয় পরিচয় দেন। রেজার বিরুদ্ধে অজস্র অভিযোগ এমনই তথ্য জানিয়েছেন ভুক্তভোগি।রুপগঞ্জ থানার ইনচার্স মো তরিকুর ইসলাম বলেন আমি অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিক্তিতে বিষয়টি তদন্ত চলছে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦