নিজস্ব প্রতিবেদন।। ঠাকুরগাঁও জেলা বিএনপির রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শরীফুল ইসলাম শরীফ। বর্তমানে তিনি জেলা বিএনপির অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দীর্ঘদিনের ত্যাগ, সততা, সাহস আর নিবেদিতপ্রাণ নেতৃত্ব ইতোমধ্যেই প্রমাণ করেছে—তিনি একজন যোগ্য সংগঠক ও কর্মীবান্ধব নেতা।
শরীফুল ইসলাম শরীফ সবসময় কর্মীদের পাশে থেকেছেন, সুখে-দুঃখে ছুটে গেছেন সাধারণ মানুষের কাছে। দুঃসময়ে দলকে বাঁচাতে তিনি ছিলেন সামনের কাতারে। তার প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে দল ও দেশের প্রতি দায়িত্ববোধ, আর তাই তিনি আজ সকল নেতাকর্মীর আস্থার ঠিকানা।
আসন্ন ৮ই সেপ্টেম্বরের জেলা বিএনপির সম্মেলনে আমাদের প্রত্যাশা—শরীফুল ইসলাম শরীফ হবেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
কারণ—তিনি কর্মীবান্ধব ও ত্যাগী নেতা।তিনি দলকে ঐক্যবদ্ধ করার একমাত্র যোগ্য ব্যক্তি।
তার নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা বিএনপি হবে আরও শক্তিশালী ও সুসংগঠিত।
আমরা বিশ্বাস করি-শরিফুল ইসলাম শরীফের হাতে দায়িত্ব দিলে জেলা বিএনপির নেতৃত্ব পাবে নতুন গতি, নতুন প্রেরণা এবং নতুন দিকনির্দেশনা।
জেলা বিএনপির আগামী দিনের ভরসা – শরীফুল ইসলাম শরীফ।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦