মাসুদ রানা বাবুল,শিবপুর, নরসিংদী।। সম্পত্তি দখল ও হয়রানির অভিযোগে উপজেলার বাড়ৈগাঁও গ্রামের বাসিন্দা মোঃ জয়নাল আবেদিন চারজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এই ঘটনায় তিনি নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সুবিচার চেয়েছেন।
অভিযোগপত্রে জয়নাল আবেদিন জানান, বিবাদী মোঃ আসাদ বকুল, লেঃ বাছেদ মোল্লা, মোঃ ইউনুছ এবং মোঃ মিলন তার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জবরদখলের চেষ্টা করছে। বিবাদীরা তার বাজারের দোকানপাটে ভাঙচুর করে ব্যাপক আর্থিক ক্ষতি করেছে এবং তাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিচ্ছে।
জয়নাল আবেদিন আরও জানান, এই বিরোধ মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশের আয়োজন করা হলেও তা ব্যর্থ হয়। একপর্যায়ে তিনি নরসিংদী জেলা জর্জ কোর্টে মামলা করতে বাধ্য হন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।
অভিযোগ অনুযায়ী, আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীরা সম্প্রতি তার সম্পত্তির ওপর জোরপূর্বক প্রাচীর নির্মাণের চেষ্টা করে। এতে জয়নাল আবেদিন বাধা দিলে বিবাদীরা তাকে মারধর করতে আসে এবং পুনরায় প্রাণনাশের হুমকি দেয়।
জয়নাল আবেদিন উল্লেখ করেন, এর আগেও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেছিলেন এবং গণশুনানিতে তার পক্ষে রায় দেওয়া হয়েছিল। কিন্তু বিবাদীরা সেই রায় অমান্য করে তাদের অন্যায় ও অত্যাচার চালিয়ে যাচ্ছে।
বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে জয়নাল
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦