।। শহীদুল ইসলাম শহীদ পঞ্চগড় ।।
পুলিশ লাইন্স ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়।
উভয় সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
কল্যাণ সভায় পঞ্চগড় জেলার পুলিশ সুপার জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাস ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। এমন কোন কর্মকান্ডে জড়াবেন না যাতে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। পুলিশ জনগণের বন্ধু। ভালো কাজের স্বীকৃতি অপরাধ করলে শাস্তি পেতে হবে।
এছাড়াও সভায় পঞ্চগড় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে সেপ্টেম্বর/২০২৫ মাসে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে সেপ্টেম্বর/২০২৫ মাসে
শ্রেষ্ঠ থানা হিসেবে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ হিল জামান নির্বাচিত হন। শ্রেষ্ঠ এসআই হিসেবে অটোয়ারী থানার এসআই (নিরস্ত্র) মোঃ আরশাদুল হক, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে তেঁতুলিয়া মডেল থানার এএসআই (নিরস্ত্র) মোঃ আসিফ ইকবাল, শ্রেষ্ঠ এএসআই হিসেবে দেবীগঞ্জ থানার এএসআই (নিরস্ত্র) মোঃ এরশাদুল হক নির্বাচিত হন।
কল্যাণ সভা শেষে পুলিশ অফিসের সম্মেলন কক্ষে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার গত সেপ্টেম্বর/২০২৫ মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, ডিএসবি কার্যক্রম, কোর্ট কার্যক্রমসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল), সামুয়েল সাংমা, পঞ্চগড় পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোঃ আসাদুজ্জামান আসাদ পঞ্চগড় পুলিশ লাইন্সের আর আই মোঃ মিজানুর রহমান চৌধুরী, ডিআইও-১, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, কোর্ট ইন্সপেক্টর, সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦