জাকির হোসেন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও):ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন উপজেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এতে চেয়ারম্যান পদে দৈনিক মানবজমিন ও ডেইলি অবজারবারের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আযম রেহমান, সভাপতি পদে দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক পদে চ্যানেল এস ও আমার সংবাদ প্রতিনিধি আব্দুল আলীমকে নির্বাচিত করা হয়।
বুধবার বিকালে প্রেস ক্লাব হলরুমে দ্বি-বার্ষিক বিশেষ সাধারণ সভায় তাদের নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সোবহান (দৈনিক সরেজমিন বার্তা), সিরাজুল ইসলাম (দৈনিক উত্তরবঙ্গ), মাহাফুজুর রহমান (বাংলাদেশের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন (নাগরিক টিভি ও নয়া দিগন্ত), মোঃ শামসুজ্জোহা ( দৈনিক গণতদন্ত), মাহাবুবুর রহমান বুলু ( দৈনিক সকালের সময়)।
সাংগঠনিক সম্পাদক মির্জা রুহুল আমিন চোখা ( দৈনিক লাল সবুজের বাংলাদেশ),
সহ - সংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ (কোষাধ্যক্ষ), কাজী আজিজুল হক (দৈনিক দিনকাল), প্রচার সম্পাদক আলমগীর কবির জুয়েল (বাংলার প্রতিদিন), দপ্তর সম্পাদক পারভেজ হাসান (দৈনিক মুক্তি), ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল করিম ( দৈনিক গণ বার্তা), আইন বিষয়ক সম্পাদক বকুল কুমার রায় (বিডি নিউজ ২৪ বাংলা), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ( ঢাকার প্রতিদিন), হাবিবুর রহমান জীবন( দৈনিক মাতৃজগত),কার্যনির্বাহী সদস্য শেখ শমসের আলী (দৈনিক ভোরের আওয়াজ), ইয়াসমিন রেহমান (দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ও ডেইলি বিজনেস স্ট্যান্ডার্ড), মোঃ লুৎফর রহমান ( দৈনিক আমাদের প্রতিদিন)
সাধারণ সদস্যরা হলেন, মাসুদ রানা পলক,( দৈনিক ইনকিলাব), ফারুক হাসান( দৈনিক আলোকিত সকাল), সাইফুর রহমান বাদশা (সংবাদ সারাদিন ডট কম), আসাদুজ্জামান আসাদ( দৈনিক বাংলাদেশ সমাচার), নাফিউল ইসলাম এলিন ( দৈনিক আজকের সংবাদ), আবু বক্কর সিদ্দিক( দেশ বুলেটিন ও দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট), মাহফুজ জামান মাহফুজ ( দৈনিক আমাদের মাতৃভূমি), মোঃ রশিদুল ইসলাম( সাপ্তাহিক উত্তরের কন্ঠ), রাসেল রানা( দৈনিক ঘোষণা), আইনুল হক( দৈনিক প্রথম বাংলাদেশ), শেখ রানা ( আরজেএফ ভয়েস), জাহাঙ্গীর আলম ( দৈনিক আলোকিত সময়), ফরহাদ রেজা অনিক ( দৈনিক বাংলার আলো), জয়নুল আবেদীন ( মুভি বাংলা টিভি), বিপ্লব হাসান, (রাণীশংকৈলের খবর), মোশারফ হোসেন ( দৈনিক বর্তমান দিন), ইমদাদুল হক (দৈনিক শেকড় সন্ধানে),মোশারফ হোসেন( দৈনিক বর্তমান দিন), আরফান আলী(দৈনিক গণ বার্তা), লিওনুর রহমান লিয়ন( ঠাকুরগাঁও নিউজ), একরামুল হক( দৈনিক দেশ পত্রিকা), সাদেকুল ইসলাম মানিক( দৈনিক সংবাদ সারাবেলা)।
এই নির্বাচিত কমিটিকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦