।। শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড়।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আপাতত ১১তম গ্রেড প্রদানসহ তিন দফা দাবিতে মঙ্গলবার পঞ্চগড় জেলা
'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ" জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে বলা হয়,সহকারী শিক্ষকদের প্রাণের দাবি ১০ম গ্রেড হলেও গত ১০,১১,২০২৫ খ্রিষ্টাব্দে অর্থ মন্ত্রণালয় আপাতত ১১তম গ্রেড, সহকারী শিক্ষকদের ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি প্রদানের প্রতিশ্রুতি প্রদানের ২০দিন পেরিয়ে গেলেও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় আমরা পূর্ণদিবস কর্মবিরতিসহ পরীক্ষা বর্জনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। আমরা কোমলনতি শিক্ষার্থীদের জিম্মি করতে চাইনা। তাই আমরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সদয় অনুগ্রহ কামনা করছি।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্নদর্শনে উদ্বুদ্ধ করেন। পড়াশোনা শেষ করে মহৎ পেশায় নতুন নিয়োগ পাওয়া একজন সহকারী শিক্ষক ১৩তম গ্রেডে মাত্র ১১,০০০/- টাকা বেতন গ্রেডে (১১,০০০+৪৯৫০+১৫০০+২০০) মোটি: ১৭,৬৫০/- টাকা পায়। মাসিক এ বেতনে সংকুলান না হয়ে অনেক ক্ষেত্রে ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশা ও মনঃকষ্ট নিয়ে যাপিত জীবন অতিবাহিত করেন। মাসিক এ বেতনভাতা দিয়ে কখনো উন্নত জীবন মান সম্ভব নয়। আর এই কারণেই মেধাবীরা প্রাথমিকে শিক্ষকতা পেশায় না এসে অন্য পেশায় ছুটছেন। নোবেল বিজয়ী বীরের জাতি, আমাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা বৈষম্যবিহীন রাষ্ট্র বিনির্মানে দৃঢ় প্রত্যয়ী। উন্নত, সুখী, সমতার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীদের যোগ্য ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিকের শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আশু প্রয়োজন।
জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৭ (১) ও (২) অনুযায়ী কোন স্থায়ী কর্মচারী পদোন্নতি ব্যতিরেকে একই পদে ১০ (দশ) বছর পূর্তিতে চাকুরি সন্তোষজনক হওয়া সাপেক্ষে সয়ংক্রিয়ভাবে ১১তম বছরে পরবর্তীতে উচ্চতর গ্রেডে বেতন প্রাপ্য হবেন। কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষকগণ তা পাচ্ছেন না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহকারী শিক্ষকদের ০৯/০২/২০২০ তারিখে ১৩তম গ্রেডে উন্নীত করেন। ০৯/০২/২০২০ সালে প্রদানকৃত উন্নীত স্কেল যা সহকারী শিক্ষকদের মূল গ্রেড (Substantive Gread) কিন্তু মূল গ্রেড (Substantive Gread) কে উচ্চতর গ্রেড বিবেচনা করে জাতীয় বেতন স্কেল, ২০১৫ - এর ৭ (১) ও (২) ধারার বিপক্ষে অর্থবিভাগ মতামত দিয়ে লক্ষ লক্ষ সহকারী শিক্ষকদের ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানে বঞ্চিত করা হচ্ছে যার জটিলতা নিরসনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ ৬৫,৫৬৮ টি এবং সহকারী শিক্ষক পদ ৩.৫০,০০০ টির অধিক। প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা- ২০২৫ অনুযায়ী প্রধান শিক্ষক পদে ৮০% পদোন্নতির মাধ্যমে এবং ২০% সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। যেখানে আমরা সহকারী শিক্ষকরা শতভাগ পদোন্নতির দাবি দীর্ঘদিন থেকে করে আসছি, আমাদের দাবি উপেক্ষা করে মন্ত্রণালয় নিয়োগ বিধিতে ৮০% পদোন্নতি রাখার ফলে লক্ষ লক্ষ সহকারী শিক্ষক পদোন্নতি থেকে বঞ্চিত হবে এমতাবস্থায় প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি প্রদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সদয় অনুগ্রহ কামনা করেন।
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে এবং মেধাবীদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি মোতাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি (১০.১১.২০২৫) দ্রুত বাস্তবায়নের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আপাতত ১১তম গ্রেড প্রদান, উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান করতে 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ" এর ৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে বিনীত আবেদন জানানো হয়।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦