ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু স্মরণে ২০ অক্টোবর সোমবার পৌর শহরের স্থানীয় অবলম্বন মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার বেসরকারি সংগঠন জনউদ্যোগ এই স্মরণ সভার আয়োজন স্মরণসভার শুরুতেই প্রয়াত প্রিসিলা মুরমুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরিবেশ আন্দোলন গাইবান্ধা জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রিসিলার সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, জনউদ্যোগ জাতীয় কমিটির সদস্য ফেরদৌস আহমেদ জুয়েল, গাইবান্ধা সদর উপজেলা আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক গোলাম রব্বানী মুসা, নারী নেত্রী নাজমা বেগম, হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরামের মিলন তিগ্যা, সাঁওতাল প্রতিনিধি সুমিতা বাসকে, তিতাস মুরমু, তৃষ্ণা বাসকে, ইয়ুথ গ্রুপের সদস্য শিখা তিগ্যা, স্বরস্বতী পাহাড়ী, জোতিকা মিনজিসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, আন্দোলনের নিবেদিত প্রাণ, আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রিসিলার মৃত্যুতে আদিবাসী জনগোষ্ঠী একজন সক্রিয় নেত্রীকে হারিয়েছে। তাঁর চিন্তা ও কাজ সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবে। তারা বলেন, জাতি আত্মত্যাগী একজন আদিবাসী নেত্রীকে হারাল। সারাজীবন লড়াই করেছেন সাঁওতাল জনগণের মুক্তির জন্য। তিনি ছিলেন নির্লোভ ব্যক্তির জীবন্ত প্রতীক। তিনি ক্রমেই আদিবাসীদের সাহস ও সংগ্রামের প্রতীক হয়ে উঠেছিলেন। এই অসীম সাহসী আদিবাসী নেত্রীর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা।
উল্লেখ্য, সাঁওতাল নেত্রী প্রিসিলা মুরমু গত ১৫ অক্টোবর বুধবার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।#
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦