ফজলার রহমান গাইবান্ধা থেকে ঃপরিবেশ রক্ষায় রোপণের জন্য , ফল, ভেষজ ও বনজ গাছের চারা পেল গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের ৩ টি পাঠশালার শিক্ষার্থীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামী খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়।
সাদুল্লাপুর উপজেলার পাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়,দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাইকা হাফিজিয়া মাদ্রাসায় প্রায় ২০০ শিক্ষক-শিক্ষার্থীর মাঝে ১১ নভেম্বর দুপুরে এসব গাছের চারা বিতরণ করা হয়।
বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের হাতে হাতে এসব গাছের চারা তুলে দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন, ওয়ার্ড শাখার নেতাকর্মী ও নেতৃবৃন্দ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী খোর্দ্দ কোমর পুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের সচেতন হতে হবে। পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। বৃক্ষনিধন রোধ করতে হবে। গাছ আমাদের অক্সিজেনসহ বেঁচে থাকার নানা উপকরণ দেয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ খোর্দ্দ কোমর পুর ইউনিয়ন ও টিম সদস্য সাদুল্লাপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ইন্জি এস এম সামিউল্যাহ্ ( সলিল)। এসময় তিনি বলেন,
পরিবেশ রক্ষা শুধু সরকারি দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক কর্তব্য। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারা যদি এখন থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে একটি সবুজ, সুন্দর ও টেকসই সমাজ গড়ে উঠবে।’
আরো উপস্থিত ছিলেন, পাইকা ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ বাকি আকন্দ, যুব বিভাগ গোপালপুর ওয়ার্ড সভাপতি ফেরদৌস মিয়া, পাইকা ওয়ার্ড যুব বিভাগ সেক্রেটারী হারেচ আকন্দ প্রমুখ।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ গাইবান্ধা -৩ আসনে একক প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু কে বাংলাদেশ জামায়াত ইসলামী কতৃক মনোনীত করায় তাকে বিজয়ী করতে পলাশবাড়ী সাদুল্লাপুর এ বাংলাদেশ জামাতে ইসলামী এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নেতৃবৃন্দ ছুটছে ভোটারদের দুয়ারে দুয়ারে, করছেন ভোট প্রার্থনা,
অংশগ্রহণ করছেন নানা উন্নয়নমুখী কর্মকান্ডে। এরই অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ অব্যাহত থাকবে বলে জানায় ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ খলিল।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦