গোলাম রাব্বানী হরিপুর প্রতিনিধি :ঠাকুরগাঁও হরিপরে ১৫ সেপ্টেম্বর ২০২৫ সরকারি মোসলেম উদ্দিন কলেজ, হরিপুর-এ ২০২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হলো নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস।
উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, অভিভাবকগণ এবং সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আয়োজন শুরু হয়। এরপর কলেজের অধ্যক্ষ নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানান এবং কলেজের নিয়ম-কানুন, শিক্ষা পরিবেশ, নৈতিকতা ও শৃঙ্খলা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
শিক্ষক-শিক্ষিকাগণ তাদের বক্তব্যে কলেজ জীবনের গুরুত্ব এবং উচ্চশিক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে অভিভাবকরাও সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাবে।
নবীন শিক্ষার্থীরা প্রথমদিনেই এমন প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশ পেয়ে আনন্দিত প্রতিক্রিয়া জানায়।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦