শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড়।।বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন রাজনীতি কোন ব্যাবসার হাতিয়ার নয়। আপনারা ব্যবসা করবেন করেন। কিন্তু রাজনীতির মাধ্যমে ব্যবসা করবেন এটা হতে পারেনা। এটা বিএনপির রাজনীতি না। যারা শহীদ জিয়ার রাজরীতি বোঝেন তারা কোন অপকর্মের সাথে যুক্ত থাকতে পারেন না। আসন ভিত্তিক মতবিনিময় উপলক্ষ্যে জেলা জিয়া পরিষদের আয়োজনে পঞ্চগড় ১ আসনের শিক্ষকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি । এসময় তিনি আরও বলেন যারা এই ধরনের কাজে যুক্ত তাদেরকে প্রতিহত করুন। নওশাদ জমির শিক্ষকদের উদ্দেশ্যে এসময় বলেন শিক্ষকতা একটি মহান পেশা। সারা পৃথিবী গড়ে তুলছেন শিক্ষকেরা । কিন্তু আমাদের দেশে বেতন বাড়ানোর জন্য বা বিদ্যালয় সরকারি করণের জন্য শিক্ষকদেরকে এখনো রাস্তায় দাঁড়াতে হয়। এটা অত্যন্ত দু:ক্ষজনক। তিনি আরও বলেন এখন যাদের বয়স ১৮ থেকে ২২ অর্থাৎ যারা আমাদের নতুন ভোটার রয়েছে তাদের নিয়ে কাজ করেন। কারণ তাদেরকে মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে। তারা ১৫ ১৭ বছরে যে ইতিহাস পড়েছে তার সাথে সত্য ইতিহাসের ফারাক রয়েছে। আমাদের শিক্ষার্থীরেকে সঠিক ইতিহাস জানানো শুরু করুন। শিক্ষা হচ্ছে মানবতার সবচেয়ে বড় প্রকল্প। সেই প্রকল্পের কারিগর হচ্ছেন আপনারা। সক্রেটিসের ছাত্র প্লেটো, প্লেটোর ছাত্র অ্যারিস্টেটল উনারা সবাই শিক্ষক আর সারা পৃথিবীর চিন্তা ভাবনাকে পাল্টে দিয়েছেন। অ্যারিস্টেটলের শিক্ষার্থী ছিলেন আলেকজান্ডার দ্যা গ্রেট। যিনি পৃতিবীর ইতিহাসকেই পাল্টে দিয়েছেন। তাই আপনারা শিক্ষক বৃন্দ আপনাদের যে পদচারনা যেকানেই পদচারনা করেন না কেন আপনারা সক্রেটিসের মতোই হাটছেন। আপনাদের মাধ্যমেই এই দেশ পাল্টে যাবে। আপনাদের মাধ্যমেই আমরা একটি অনন্য সুশৃংখল জাতী পাবো। জিয়া পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহেমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন সাধারন সম্পাদক কায়েদে-ই-আযম। জেলা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রীনা পারভিন, যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, জিয়া পরিষদের নেতাকর্মীরা সহ বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষকেরা তাদের মতামত তুলে ধরেন।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦