।। শহীদুল ইসলাম শহীদ।।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ৭০ দশকের মুজিববাদী রক্ষীবাহিনীর নমুনা স্মরণ করিয়ে দিয়েছিল আওয়ামী লীগ। মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপরে আওয়ামী লীগ ও ১৪ দলের নৃশংস হামলা ও গণহত্যা সেদিন অবাক বিস্ময়ে দেখেছে বিশ্ববাসী। ২৮ অক্টোবর ভারতের নির্দেশে লগি-বৈঠা গণহত্যা দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদের প্রস্তুতি নিয়েছিল আর পিলখানা গণহত্যা দিয়ে ফ্যাসিবাদের যাত্রা শুরু করেছিলো।
রাশেদ প্রধান বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ আশা করেছিল আওয়ামী আমলে সংগঠিত সকল গণহত্যার বিচার হবে। দুঃখের সাথে বলতে হয় সরকার শুধুমাত্র জুলাই গণহত্যার বিচার শুরু করে বাকি সব গণহত্যার বিচারকে অবহেলা করেছে। বিচারের অপেক্ষায় নীরবে নিভৃতে কাঁদছে লগি-বৈঠা, পিলখানা, শাপলা, মোদী বিরোধী আন্দোলনে গণহত্যার শিকার পরিবারের সদস্যরা।
জাগপা মুখপাত্র বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির পর জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো সময় গণভোট করার সুপারিশ করেছে কমিশন। অর্থাৎ জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটে এখন আর কোন বাধা নাই। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই লগি-বৈঠা, পিলখানা, শাপলা, মোদী বিরোধী আন্দোলনে গণহত্যার বিচার করেন নাই। জুলাই গণহত্যার শহিদদের রক্তের সাথে বেইমানি করবেন না। দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করেন।
আজ বিকালে পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে ২৮ অক্টোবর লগি-বৈঠা গণহত্যা দিবস উপলক্ষে যুব জাগপা আয়োজিত “আওয়ামী অপরাজনীতির বর্বরোচিত ইতিহাস ও আগামীর রাজনীতি” শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, ফরিদপুর জেলা সমন্বয়ক নাসির উদ্দিন, যুব জাগপা কেন্দ্রীয় নেতা জনি নন্দী, মো: ডালিম হোসেন, খান আতাউর রহমান আদর, জাগপা ছাত্রলীগ নেতা মো: এনামুল হক প্রমুখ।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦