মনসুর আহাম্মেদ ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পৌরসভার সভা কক্ষে পৌরসভা ও রিজিলিয়েন্ট আরবান এ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর আয়োজনে এবং ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যানের বাস্তবায়ানে পীরগঞ্জ পৌরসভায় টিএলসিসি সদস্যদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকার ও ওয়ার্ল্ড ব্যাংকের যৌথ অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, আরইউটিডিপি প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মফিজ উদ্দিন বাবলু, প্রকল্পের অপারেশন মেইন্টেনেইজ এস্পেসালিস্স মোঃ নূরল আলম তালুকদার, নগর পরিকল্পনাবীদ মো.আব্দুর রকিব খাঁন ও মো. সাইফুল রহমান রাজন, জেন্ডার স্পেসালিষ্ট সাজেদা বেগম, আর্কিটেক আজমেরী আকতার, যুবাইদা পারভীন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, পৌর প্রকৌশলী শাহজাহান আলী শাহ্ প্রমুখ। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্পের আওতায় জলবায়ু সহিষ্ণু উন্নত নগর অবকাঠামো ও সুবিধাদি নির্মিত হবে। এতে ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে বসবাসরত ২ কোটি ৭০ লক্ষ নাগরিক এবং প্রকল্পের ইন্টারভেনশনস হতে গ্রোথ করিডোর-এ বসবাসরত নগর/গ্রামীন ৪৬ লক্ষ জনগণ উপকৃত হবে।
সম্পাদক : শাওন আমিন, ব্যবস্থাপনা সম্পাদক : মোঃ গিয়াস উদ্দীন, নির্বাহী সম্পাদক : ঝড় আমিন প্রকাশক : মোঃ সোহরাব আলী
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: হালিশহর, চট্রগ্রাম। ঢাকা অফিস : বাসা নং ৫১/৩ ধানমন্ডি ৩/এ ঢাকা-১২০৯
মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟐𝟒𝟏𝟓𝟖𝟓𝟑 𝟎𝟏𝟓𝟖𝟎𝟖𝟐𝟎𝟔𝟔𝟑 𝟎𝟏𝟕𝟏𝟐𝟎𝟔𝟏𝟏𝟔𝟑 𝐄-𝐦𝐚𝐢𝐥 : 𝐬𝐡𝐚𝐰𝐨𝐧𝐚𝐦𝐞𝐞𝐧𝟓@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦