ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট কর্তৃক বরাদ্দকৃত মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
অস্বচ্ছল নয়, বিএনপি জামাতের এমন কিছু স্বচ্ছল ও কয়েকজন অসাংবাদিক পেয়েছেন প্রধানমন্ত্রীর অনুদানের চেক।
গত বুধবার(১৬ আগস্ট) সন্ধায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কথিত দুস্থ ও অস্বচ্চল সাংবাদিকের মাঝে চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রদত্ত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. অরুনাংশু দত্ত টিটো, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন ও অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইয়া প্রমুখ।
২০২২-২০২৩ অর্থ বছরের ২য় কিস্তির অনুদান হিসেবে ঠাকুরগাঁও জেলার ১৫ জন দুস্থ সাংবাদিকের নামে মাথাপিছু ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
এর মধ্যে দুস্থ না হয়েও অনুদানের চেক গ্রহণ করেছেন প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু। লুৎফর রহমান মিঠু শহরের একজন ব্যবসায়ী। তিনি ইট ভাটার মালিক ও ঠিকাদার। রফিকুল ইসলাম রোহানও একজন স্বচ্ছল ব্যবসায়ী এবং নামে বেনামে অনেক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত।
জয়নাল আবেদীন বাবুল জেলার পীরগন্জ প্রেসক্লাবের সভাপতি ও স্বচ্ছল। এছাড়া সুবিধাভোগীদের মধ্যে ২ জন অসাংবাদিক পেয়েছেন ৫০ হাজার টাকা করে এক লক্ষ টাকার চেক। তাদের একজন তারেক হাসান। তিনি শহরের ইএসডিও নামে একটি এনজিওর কর্মী হিসেবে কর্মরত রয়েছেন।
এছাড়াও তানিয়া আক্তার নামে একজন নারীকে সাংবাদিক দেখানো হলেও তিনি কোন দিন সাংবাদিকতা করেননি। তিনি এটিএন বাংলার প্রতিনিধি ফিরোজ আমিন সরকারের স্ত্রী। ফিরোজ কৌশলে ২ টি নাম দিয়ে এক লক্ষ টাকার চেক হাতিয়ে নিয়েছেন।
অনুদান প্রাপ্তদের মধ্যে কেউ সরকার দলীয় সমর্থিত না। একজন জাসদ রব আর অন্যরা বিএনপি জামাত ঘরোনার কর্মী সমর্থক বলে জানা গেছে।
বৃহস্পতিবার জেলার সাংবাদিকদের একটি দল জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরনে অনিয়মের প্রতিবাদ জানান। লিখিত অভিযোগ পেলে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান জেলা প্রশাসক।
এ ব্যাপারে জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করার পর থেকে চলছে ফেসবুকে সমালোচনার ঝড়। বিষয়টি আমি দেখেছি। এ বিষয়ে আমরা খোঁজ খবর নেবো। তবে তালিকা পাঠানোর সময় আমরা জেলা কমিটি অনেকের নাম পাঠিয়েছিলাম।
তার মধ্য থেকে ১৫ জনের নাম নির্বাচন করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। ওখান থেকে অনুদানের চেক এসেছে। আমরা বিতরণ করেছি মাত্র। অর্থাৎ আমরা জেলা প্রশাসন পোষ্ট অফিসের দায়িত্ব পালন করেছি মাত্র।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং