দেশের সকল পেশাজীবি মানুষের কথা নিষ্ঠা ও সাহসিকতার সাথে তুলে ধরার দৃঢ় প্রত্যয় নিয়ে পথ ছুটে চলেছে এদেশের অমূল্য সম্পদ ‘গণমাধ্যমকর্মীগণ’।
আমি অবগত হয়ে খুশী হয়েছি যে, বত্যমান সময়ের সাহসী ও প্রতিবাদী কলম যোদ্ধা আমাদের সকলের অতি সু-পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক জনাব, শাওন আমিনের সম্পাদনায়/প্রকাশনায় ‘দৈনিক ঝড়’ নামক একটি নিউজ পোর্টালের আবির্ভাব হয়েছে।
‘দৈনিক ঝড়’ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশীয় সংস্কৃতি বুকে ধারণ করে সমাজের নানা অসংগতি তুলে ধরে মানুষকে সচেতন করে গড়ে তোলার অন্যতম মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছি।
ভবিষ্যতে ‘দৈনিক ঝড়’ নামক আগত নিউজ পোর্টালটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মানব সেবায় নিয়োজিত থেকে বিশ্বস্ততার প্রতীক হিসেবে সুনাম অর্জন করবে বলে প্রত্যাশা করছি।
শুভেচ্ছান্তে-
মোঃ বসির উদ্দিন
সহ-সভাপতি, বালিয়াডাঙ্গী উপজেলা শাখা আওয়ামী যুবলীগ
ও
যুগ্ম সাধারণ-সম্পাদক,
বালিয়াডাঙ্গী মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন( রেজিঃ নং রাজ-৮৮)