ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পূর্ব বনগাঁও এলাকা থেকে সাড়ে ৮ কেজি ওজনের একটি কৃষ্ণের মূর্তি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত বুধবার (১৬আগষ্ট) দুপুরে বনগাঁও এলাকার কালুগাঁও গ্রামে কোরিয়া পুকুর খননের বালু নির্মাণাধীন রাস্তায় ট্রলিতে করে ফেলার সময় ওই কৃষ্ণের মূর্তিটি পাওয়া যায়। পরে সেটি আহসান হাবীব হাসান তার বাড়িতে নিয়ে আসেন।
আহসান হাবীব হাসান উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও এলাকার নজরুল ইসলামের ছেলে।
এলাকাবাসীর দেওয়া তথ্যে ও বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানাজানি হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পরে থানার সঙ্গীয় পুলিশ, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহাকে নিয়ে শুক্রবার বিকালের দিকে ওই মূর্তিটি আহসান হাবীব হাসানের বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
রাণীশংকৈল সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা জানান , সংবাদকর্মী ও স্হানীয়দের তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে ওই গ্রামে গিয়ে কৃষ্ণ মূর্তিটি উদ্ধার করা হয়। শুক্রবার অফিস বন্ধ থাকায় শনিবার সকালে সকল প্রক্রিয়া সম্পন্ন করে জেলা ট্রেজারিতে মূর্তিটি পাঠানো হয়েছে।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং