অত্যন্ত অভিজ্ঞ,সময়ের সাহসিক,ন্যায় ও সুন্দরের লালনকারী,অধিকার বন্ঞ্চিত মানুষের অধিকার আদায়ের পক্ষের অন্যতম একটি নাম সাংবাদিক শাওন আমিন। তাঁর সম্পাদিত “দৈনিক ঝড়” নামে একটি দৈনিক পত্রিকা চলতি বছরের ১সেপ্টেম্বর প্রকাশিক হতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।
তথ্য প্রযুক্তির এ সময় আমাদের চারপাশে অসংখ্য পত্র পত্রিকা প্রকাশিত হচ্ছে। তাঁর মধ্যে অনলাইল নিউজ পোর্টাল,সাপ্তাহিক,দৈনিক প্রিন্ট পত্রিকা,পত্রিকাগুলো অনলাইন সংস্করন,অসংখ্য অনলাইন টিভি,আইপি টিভি ও অনেক স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচারে রয়েছে।সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাগরিক সাংবাদিক তো বাড়ী বাড়ী হয়েছে।এতো কিছুর পরও সমাজে তথা দেশে সাহসী সাংবাদিক শাওন আমিনের মতো কিছু সাংবাদিকের যুগে যুগে প্রয়োজন রয়েছে।
“দৈনিক ঝড়” সত্য ও সুন্দরের পক্ষে, সুবিধা বঞ্চিত,অধিকার বঞ্চিত,অবহেলিত মানুষের পক্ষে এবং সমাজের অসৎ,দূর্নীতিবাজদের অাতংক নামে রূপ নিবে বলে প্রত্যাশা করছি।
আশাকরি সাংবাদিক শাওন আমিন সম্পাদিত “দৈনিক ঝড়”পত্রিকাটি মানুষের হৃদয়ে যায়গা করে নিবে,দেশ-বিদেশে পাঠক প্রিয় একটি পত্রিকায় হয়ে উঠবে।
সম্পাদক ছাড়াও সময়ের সাহসী পদক্ষেপ “দৈনিক ঝড়”প্রকাশনার সংগে যারা জড়িত আছেন সকলকে অভিনন্দনসহ শুভেচ্ছা জানাচ্ছি।
—
শুভেচ্ছাসহ-
সাংবাদিক হারুন অর রশিদ
সাবেক ছাত্র
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়