‘দৈনিক ঝড়’ নিউজ পোর্টালের পথচলা উদ্বোধনী সূচনা কে স্বাগতম ও অভিনন্দন।
জাতিক বিবেক ও রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সম্মাননার সারিতে রয়েছে প্রিয় সাংবাদিকগণ। দেশের সকল পেশাজীবি মানুষের কথা নিষ্ঠা ও সাহসিকতার সাথে তুলে ধরার দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে চলেছে এদেশের অমূল্য সম্পদ সাংবাদিক ও গণমাধ্যমকর্মীগণ। আমি জেনে খুশী হয়েছি যে, আমাদের সকলের অত্যন্ত পরিচিত মুখ দীর্ঘদিনের অভিজ্ঞ ও বর্তমান সময়ের সাহসী লেখক হিসেবে যিনি পরিচিতি লাভ করে এসেছেন জনাব, শাওন আমিনের সম্পাদনা ও প্রকাশনায় ‘দৈনিক ঝড়’ নামক নিউজ পোর্টালটি আনুষ্ঠানিক ভাবে উম্মোচন হতে চলেছে।
আমি আশা করছি, ‘দৈনিক ঝড়’ নিউজ পোর্টালটি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, মানবিক দায়বোধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ধারণ করে সমাজের নানা অসংগতি তুলে ধরে মানুষকে সচেতন করে গড়ে তুলতে সময়ের সেরা গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।
আগামীতে ‘দৈনিক ঝড়’ নিউজ পোর্টালটি বিশ্বস্ততার প্রতীক হিসেবে সুনাম অর্জন করবে বলে প্রত্যাশা করছি।
শুভচ্ছান্তে-
অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন
সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ঠাকুরগাঁও জেলা শাখা।