পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন মঞ্চে কফিনবন্দি বাংলাদেশ নাটকটি মঞ্চন্থ করা হয়। বেদনাবিধুর শোকাবহ আগস্টে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নাটকটি মঞ্চায়ন করে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে।শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর দাফনের ঐতিহাসিক ঘটনা নির্ভর নির্মিত ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমীর রেপার্টরী নাট্যদলের প্রয়োজনায় পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন মঞ্চে নাটকটি মঞ্চন্থ করা হয়।নাটকটির রচনা ও নির্দেশনা দেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন।এ নাটকের মঞ্চায়ন অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, শিল্প সাহিত্যের সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে রয়েছে নাটক। নাটক শুধু বিনোদন নয়। ইতিহাস ঐতিহ্যের অংশ, সমাজ বদলের হাতিয়ার। এই নাটকটি যিনি লিখেছেন, যাঁরা অভিনয় করেছেন সবকিছু মিলিয়ে ‘‘কফিনবন্দী বাংলাদেশ” নাটকটি চমৎকার হয়েছে। এ নাটকটি একটি ঐতিহাসিক দলিল। এটি একটি ফ্যাক্ট বেইজড ডকুমেন্ট। প্রত্যেকেই খুব ভাল মর্মস্পর্শী অভিনয় করেছে। আমার মনে হয়েছে তারা প্রত্যেকেই নিজেদেরকে অতিক্রম করার চেষ্টা করেছে। জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আবু তৌয়বুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক আকতারুন নাহার সাকী বক্তব্য দেন।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং