আজ ফালগুনী ইসলাম বিথীর জন্ম দিন। এই উপলক্ষে আজ রাতে মোহাম্মদপুর বাসিলাতে এক অনাড়ম্বর অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
ফালগুনী ইসলাম বিথীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির ঠাকুরগাঁও জেলা শাখার সাধারন সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, দৈনিক ঝড় এর প্রকাশক/ সম্পাদক শাওন আমিন,নির্বাহী সম্পাদক ঝড় আমীন,ব্যবস্থাপনা সম্পাদক মোঃ গিয়াস উদ্দীন, বার্তা সম্পাদক তানভীর হাসান তানু সহ ঠাকুরগাঁও এর আলীফ বাপ্পী,শ্রাবন্তী ইসলাম স্মৃতি, হৈমন্তী ইসলাম জুথি, জাহিদুল হক, তানজিদা সুলতানা অরিন,সাকিব ইসলাম জয়, ইনায়া ইসলাম মিথি ও মোহাম্মদ নিজামউদ্দিন জ্যাকী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকজাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর,চট্রগ্রাম।