দৈনিক ঝড়। নিয়ে আসছেন সাপ্তাহিক বাংলার আলোর সাবেক সম্পাদক এবং সারা বাংলাদেশের সাড়া জাগানো সাংবাদিক শাওন আমিন। আমি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে শুভেচ্ছা বার্তা দেবার জন্য কিপ্যাডে বসলাম।
শাওন আমিন নিজেই একটা ব্র্যান্ড। বর্তমান নতজানু সাংঘাতিকদের ভিড়ে শাওন আমিন একজন স্বতন্ত্র সাংবাদিক। সাপ্তাহিক বাংলার আলোর সাথে আমি বেশ কিছুদিন ঘনিষ্ঠ ছিলাম। বাংলার আলোর তৎকালীন উপদেষ্টা শরিফ ভাই এবং জুয়েল ভাইর সার্বিক পৃষ্ঠপোষকতায় বাংলার আলো ছিলো বারুদ। সমাজ তথা রাষ্ট্রের অসংগতিগুলো নিয়ে দৃপ্ত কলম চালিয়ে গেছেন সাংবাদিক তথা সম্পাদক শাওন আমিন। আজকের ঠাকুরগাঁও এর বহু সাংবাদিক শাওন আমিনের টাইপিষ্টের কাজ করে কাজ শিখেছেন।
শাওন আমিন কখনো সত্য লিখতে পিছপা হন নাই। সুদূর চট্টগ্রামে বসে শাওন আমিন দৈনিক ঝড় নিয়ে আসছেন জেনে কিপ্যাড ধরতে বাধ্য হলাম। আমার অনেক বেশি বিশ্বাস শাওন আমিন সত্যি সত্যি ঝড় নিয়ে আসবেন মিডিয়া জগতে। দেশ, জনপদ, শিল্প সংস্কৃতি, ক্রিড়া, বানিজ্য সব ক্ষেত্রে দৈনিক ঝড় হতে চলেছে ব্যাতিক্রম।
উত্তর জনপদবাসীর বহুল চাওয়া শাওন আমিনের নির্ভিক কলম তুলে আনবে সত্যকে।
দৈনিক ঝড় সারাদেশে ঝড় তুলবে মিথ্যার বিরুদ্ধে সত্যের পক্ষে।
দৈনিক ঝড় এর জন্য রইলো শুভ কামনা।
সত্য উন্মোচিত হোক।
জয় হোক মানবতার পক্ষে সত্যের।
কাজল রেহমান
স্যোসাল মিডিয়াঅ্যাক্টিভিস্ট।