চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে চেক প্রতারণার দুই মামলায় দণ্ডিত মো. আবদুর রব নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) ভোরে নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলি আসকারাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবদুর রব পতেঙ্গা থানার মুসলিমাবাদ কাঠগড় এলাকার এ আর এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জাগো নিউজকে বলেন, গ্রেফতার আবদুর রব চেক প্রতারণার দুই মামলার দণ্ডিত আসামি। এক মামলায় এক বছর কারাদণ্ড ও ১৫ লাখ টাকা জরিমানা, আরেক মামলাতে এক বছর কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। আদালতের দেওয়া সাজা এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। রোববার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং