খবরের কাগজ বের হয়। মাস কতক বাদে দুই চারটি ছাড়া মুদ্রিত অক্ষরে লম্বাটে চারকোনার খবরের পাতা আর পাওয়া যায় না। অনলাইন নিউজ পোর্টাল বের হয় কিছুদিন বাদে বেশ কয়েকটি টিকে থাকে, বাকিসব বন্ধ হয়ে যায়। এসবের হাতেগোনা যায় এমন কয়েকটি ছাড়া বাকীসব কাগজের নিউজ পোর্টাল এর দলীয় রাজনৈতিক এজেন্ডা থাকে। যদিও প্রারম্ভিক মুদ্রিত সংখ্যা, অথবা ওয়েব পাতায় বলা হয়, “নিরপেক্ষ থাকবেন, সত্য প্রকাশ কুণ্ঠিত হবেন না। নতি স্বীকার করবেন না ব্লা ব্লা… পরবর্তীতে যাচ্ছে তাই।
সেদিক থেকে শাওন আমিন এর উপর ভরসা রয়েছে। আস্থাও প্রবল। খনি শ্রমিকের মতন বের করে আনেন সংবাদ হয়ে উঠতে পারত… হয়ে উঠেনি.. এমন সংবাদ। কৃষক, শ্রমিক, শ্রমজীবী মানুষকে শিখিয়ে পড়িয়ে কথা বলেন না তিনি, ওনাদের ভাষায় শুনতে চান উনাদের কথা। না-বলা কথার নির্মোহ বিশ্লেষণ। তিনি যখন স্থানীয়ভাবে প্রকাশিত কাগজে লিখতেন তখনও এমনটিই ছিলেন। এমনকি মাঝের বিরতির সময়টাতেও ফেসবুকের লেখাও সংবাদ হয়ে উঠতো তার।
দৈনিক ঝড় সত্যের পাশে থাকুক, লিখুক নির্ভয়ে। শাওন আমিনের সম্পাদনায় দৈনিক ঝড় হয়ে উঠুক এ ভূখণ্ডের প্রান্তিক জনপদে নিত্যদিন ঘটে যাওয়া ঘটনাবলীর এক নিখুঁত মুক্ত কথন।
সাফল্য চাইছি খুব করে।
জয় বাংলা।
কামরুল হাসান খোকন
শাহপাড়া, ঠাকুরগাঁও
প্রকাশক/সম্পাদক :- শাওন আমিন।। ব্যাবস্থাপনা সম্পাদক :- মোঃ গিয়াস উদ্দিন।। নির্বাহী সম্পাদক :- ঝড় আমীন।। প্রধান কার্যালয় :- হালিশহর, চট্রগ্রাম। মুঠোফোন :- +৮৮০১৭১২০৬১১৬৩ ঢাকা কার্যালয়:-বাসা নং ৫১/৩,ধানমন্ডি ৩/এ, ঢাকা।-১২০৯ মুঠোফোন :- +৮৮০১৭১২৪১৫৮৫৩,+৮৮০১৫৮০৮২০৬৬৩,+৮৮০১৭১২০৬১১৬৩
E-mail :- newszhor@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত. বাংলাদেশ হোস্টিং