বাঙ্গালী জাতির বিবেক ও সমাজের দর্পন হিসেবে সম্মাননার স্থানে রয়েছে সাংবাদিক/গণমাধ্যমকর্মীরা। কিন্তু বত্যমান সময়ের গণমাধ্যমের এই যুগে আজ প্রত্যন্ত অঞ্চলে সাংবাদিক নামটিকে সাইনবোর্ড হিসেবে পুঁজি করে নামধারী ও কার্ডধারী সাংবাদিকের হিড়িক চারদিকে পড়লেও অভাব রয়েছে কেবলমাত্র বত্যমান সময়ের সাহসী ও অন্যায়ের প্রতিবাদী দক্ষ ও অভিজ্ঞসম্পন্ন কলম যোদ্ধা জনাব, শাওন আমিনের মতো সাংবাদিকের।
কেবলমাত্র ব্যক্তি আত্মস্বার্থ ও চরিতার্থ রক্ষার্থে সমাজে সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করতে আজ সব জায়গাতেই সাংবাদিকের মতো মহৎ পেশায় সংবাদকর্মীরা নিয়োজিত থাকলেও সমাজে নিত্যদিনের ঘটে যাওয়া অন্যায় ও অবিচারের অপ্রকাশিত ঘটনা সৎ সাহসের সাথে তুলে ধরা হয় কলম যোদ্ধা সাংবাদিক শাওন আমিনের মাধ্যমে।
অধিকার বঞ্চিত মানুষের অপ্রকাশিত কথাগুলো অধিকার আদায়ের পক্ষে এ কালের সত্য প্রকাশে অগ্রপথিক হিসেবে দেশের সেবায় নিয়োজিত থেকে সাংবাদিক শাওন আমিনের সম্পাদনা/প্রকাশনায় নব্য উদ্যমে উদ্ভোদন হতে যাওয়া আগত নিউজ পোর্টাল ‘দৈনিক ঝড়’ কাজ করে যাবে বলে প্রত্যাশা করছি।
শুভকামনা ও ভালোবাসা রইল ‘দৈনিক ঝড়’ নিউজ পোর্টালের প্রতি।
শুভেচছান্তে-
ব্যারিস্টার নূর উস সাদিক চৌধুরী
ডেপুটি এটর্নি জেনারেল, বাংলাদেশ
প্রধান সমন্বয়ক
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ঐক্য পরিষদ।
আহ্বায়ক , বদলে দাও ঠাকুরগাঁও।