পঞ্চগড়ের সদর উপজেলার ক্ষুদ্র চা চাষীদের মাঝে সবুজপাতা চয়ন ও সার ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা “ক্যামেলিয়া খোলা আকাশ স্কুল” অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার অমরখানা ইউনিয়নের বোর্ড বাজার এলাকার একটি চা বাগান সংলগ্ন অমরখানা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ চা বোর্ডের মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিট এ কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশ চা বোর্ডের মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব মোহাম্মদ রুহুল আমিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, পঞ্চগড় চা চাষী অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি সায়েদ আলী, চা চাষী রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় চা চাষীদের সবুজ পাতা চয়ন ও সার ব্যবস্থাপনা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের উর্দ্বতন কর্মকর্তা মোহাম্মদ ছায়েদুল হক।
কর্মশালায় চা চাষীরা চায়ের নায্য দাম, সার, ঔষুধ ও কীটনাশকের দাম কমানো, নগদ চা পাতার মূল্যে পরিশোধ, চায়ের সিন্ডিকেট নির্মূল সহ চা চাষীদের মাঝে নানা কৃষিজ সামগ্রী বিতরণের দাবী জানান।
এসময় বাংলাদেশ চা বোর্ডের মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক ও বাংলাদেশ চা বোর্ডের উপসচিব মোহাম্মদ রুহুল আমিন চাষীদের চায়ের নায্য মূল্যে নিশ্চিত, কারখানায় হাতে তোলা চা পাতা দেয়া, চা পাতার দাম নগদ পরিশোধে কারাখানা মালিকদের প্রতি নির্দেশনা প্রদান, চায়ের সিন্ডিকেট নির্মূল সহ নানা বিষয়ে চা চাষীদের আশ্বস্ত করেন। কর্মশালায় সদর উপজেলার ৬০ জন চা চাষী অংশ গ্রহণ করেন।