স্টাফ রিপোর্টার, পঞ্চগড়
পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর ও আমির মাওলানা সৈয়দ মুফতি মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিরোধী দলে থাকতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী করেছিল। তারা একশর উপরে হরতাল করেছিল বাংলাদেশে। আমরা সেসব ভূলি নাই। রাজপথে বাংলাদেশের মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করেছিল। আজকে তারা ক্ষমতায় যাওয়ার পরে সেকথা ভূলে গেল কিভাবে।
তিনি সোমবার (২১ আগষ্ট) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বির্তকিত ও ব্যার্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রবর্তন, অবৈধ সরকারের পদত্যাগ এবং বিদ্যমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে বর্তমান ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বোদা উপজেলা শাখার আয়োজনে তৃণমুল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, আজকে দেশের ভিতরে দেখবেন জানমালের নিরাপত্তা একেবারেই শেষ হয়েছে। রাস্তায় যখন মানুষ নামে এক পর্যায়ে গুম হয়ে যায় আর ঘরের ভিতর থাকলে খুন হয়ে যায়। আমরা কস্ট কলে টাকা ইনকাম করি আর আমাদের টাকা পাচার হয়ে যায়। ফরিদপুরের ছাত্রলীগের এক নেতা নাকি দুই হাজার কোটি টাকা বিদেশে বেগম পাড়ায় পাচার করেছেন। এসব টাকা কি তার বাবার নাকি দাদার। এসব টাকা তো জনগণের কষ্টে আয় করা টাকা। ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ মুজিবের কন্যা আমাদের সুষ্ঠু নির্বাচনের কথা বলে ডেকে নিয়েছিলেন। পরে তারা কথা রাখেনি। দিনের ভোটকে রাতে বাক্সে ঢুকিয়ে সন্ত্রাসী কর্মকান্ডে চুরির মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই বর্তমান সরকার অবৈধ সরকার কারণ জনগনের ভোটে সরকার নির্বাচিত হয় নাই। তারা সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুক বাক্সে তাদের কত ভোট যায়।
তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুল লক্ষ হলো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি। দেশ স্বাধীন করতে লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে অনেক মা তার সন্তান হারিয়েছে। দেশ স্বাধীন হওয়ার ৫২ বছর হলেও দেশ কি পেয়েছে। ৫ বার চোরের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এইটা একটা কলঙ্ক। দুখের বিষয় আমাদের দেশে ৯২ ভাগ মানুষ মুসলমান,আমাদের ভবিষ্যত প্রজন্মের সন্তা গুলো তাদের পাঠ্য সুচির মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আমাদেরকে নাকী আল্লাহ সৃষ্টি করেন নাই। আমরা নাকী বানর থেকে সৃষ্টি হয়েছি। আর এই শিক্ষার মাধ্যমে আমাদের ভবিষ্যত প্রজন্ম গুলো নাস্তিক হবে।
তৃণমূল প্রতিনিধি সম্মেলনে জাতীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিবার্চন দিতে সরকারকে উদাত্ত আহ্বান জানান চরমোনাই পীর ও আমির।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বোদা উপজেলা শাখার সভাপতি মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, সেক্রেটারি কারী মো. আব্দুল্লাহ ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মো.কামরুল হাসান প্রধান প্রমুখ বক্তব্য রাখেন।